আসল মোবাইল চেনার সহজ উপায়।


আপনার হাতের মোবাইল টি আসল কি না নকল কিংবা কোথায় তৈরী আপনি কি তা জানেন???
 না জানলে এই পোস্ট টা আপনার জন্য। 
অনেকে পুরাতন সেট কিনার সময়সেটের মান নিয়ে দ্বন্দে থাকেন। আপনি চাইলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন একটিকোডের মাধ্যমে। 
আপনার মোবাইল টি কোন দেশে তৈরি এবং কি পর্যায়ে আছে। IMEI নাম্বার সম্পর্কে অনেকেই জানি।
আর IMEI নাম্বার টা পেতে আপনাকে *#০৬# চাপতে হবে। তারপর ১৫ সংখ্যার একটি নাম্বার আসবে। আর ওইটাই হচ্ছে আপনার মোবাইলের IMEI নাম্বার। এবার আপনি সংখ্যাটির ৭ ও ৮ নং ঘরের দিকে লক্ষ্য করুন।
**সংখ্যা দুটো যদি ০২ বা ২০ হয় তাহলেসেটের কোয়ালিটি খুব খারাপ ।
**যদি০১ বা ১০ হয় তাহলে সেটের মান খুব ভাল ।
**যদি ০০হয় তাহলে সেটটি কারখানায় তৈরী ।
**যদি ১৩ হয় তাহলে সেটের মান খুব খারাপ -এবংসেটি স্বাস্থ্যেরজন্য ক্ষতিকর ।
**আর যদি ০৮বা ৮০ হয় তাহলে সেট টি মানস্মত।

এবার তাহলে জেনে নেই আপনার মোবাইল টা কোন দেশের তৈরি!

নাম্বার দুইটা যদি ১০,৭০,৯১ বা ০১,০৭,১৯ হয়তাহলে বুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
০২ বা ২০ হলে বুঝবেন এটা জার্মানি বাআরব আমিরাতের।
৩০ বা ০৩ হলে কোরিয়ার।
৪০ বা ০৪ হলে চায়নার।
৫০ বা ০৫ হলে ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের।
৬০ বা ০৬ হলে হংকং বা ম্যাক্সিকোর।
৮০ বা ০৮ হলে হাঙ্গেরি।
১৩ বা ৩১ হলে এটি আজারবাইজানের তৈরি।

Share this

Related Posts

Previous
Next Post »