রোজা ও ইফতারে সময় সীমা


রোজার সময় সীমা :

সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার সময় সীমা।এই সময়ের মধ্যে পানাহার ,পাপাচার এবং যৌনাচার থেকে বিরত থাকতে হবে ।তবে ভুল বশত যদি কেউ কিছু খেয়ে ফেলে ,তাহলে রোজার কোন ক্ষতি হবেনা

রোজার সেহেরী ও নিয়ত ঃ

সেহেরী খাওয়া সুন্নাত।যদি ক্ষুধা না থাকে তাহলে সামন্য কিছু হলেও খেতে হবে সে পরিমানটা দু একটা খোরমার , পরিমান হলেও হবে সেহেরী অর্ধ রাতের পর খেতে হয় তবে রাতের শেষোংশে খাওয়া ভাল তবে নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। এবং রোজার নিয়ত করতে হবে।

Share this

Related Posts

Previous
Next Post »