1gb at 9tk


Grameenphone এর 9 tk তে 1gb অফার টি অনেক দিন ধরেই চলছে। আজ ছোটো একটি টিপস দিলাম যাতে প্রায় সবাই নেয়ার চেষ্টা করে দেখতে পারেন। আমি ব্যাক্তিগত ভাবে পেয়েছি তাই শেয়ার করলামকরলাম। আশা করি আপনাদের ও করবে।

এ অফারটি আপনার সিমে পাবেন কি না সেটা জানার জন্য, আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন SN <space> Number  আর পাঠিয়ে দিন ৯৯৯৯ এই নাম্বারে।



[Ex. SN 017xxxxxxxxx]



আমাকেও not eligable দেখায়ছে, কিন্তু পেয়েছি। আপনার সিম যদি গত ৩মাস বন্ধ থাকে, তাহলে অব্যশই অফার টি পাবেন, আমি নিজে নিয়েছে। তাই সিমটি এক্টিভ করে দেখেন।



এখন যদি আপনি অফার টি পেয়ে থাকেন তাহলে আপনার মোবাইলএ  যে কোন পরিমান রিচার্জ করে সিমটি একটিভ করুন। এখন একটিভ করার সাথে সাথেই, আপনি যে নাম্বার থেকে ৯৯৯৯ এ ম্যাসেজ পাঠিয়েছিলেন, সেই নাম্বারে ১০০ এম.বি পেয়ে যাবেন।



এখন আপনার বন্ধ সিমে অফার টি এক্টিভ করার জন্য  আপনার মোবাইল থেকে ডায়াল করুন *১১১*৯০#, অফারটি নেয়ার জন্য অবশ্যই মোবাইলে ৯ টাকা থাকতে হবে (ভ্যাট সহ ৯টাকা কাটবে)।

Grameenphone 1gb at 9tk full details:
প্যাকটির মেয়াদ ১৫ দিন
ক্রয়কৃত ১ জিবি ২৪ ঘন্টা ব্যবহারের উপযোগী
অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য।
প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।
কাস্টমারগণ অফারটি সর্ব্বোচ্চ ৩ বার উপভোগ করতে পারবেন
অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *১১১*৯০#
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৬*১০#
মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত

Share this

Related Posts

Previous
Next Post »