প্রেমে পড়ার লক্ষন কী? জানেন তো!

প্রায় সব মানুষেরই অনেকগুলো দুর্বল জায়গার একটা হলো ভালোবাসা। দোটানায় পড়ে গিয়ে বুঝতেই পারেনা সেকি আমাকে ভালোবাসে? নাকি আমি তাকে ভালোবাসি। আর এ জন্যই কেউ কাউকে প্রপোজ ও করেবা। এভাবেই হয়ত এভাবেই আপনার ভালোবাসাটি অল্পতেই হাড়িয়ে যেতে পারে। তাই এরকম ছোটো কিছু ভুলে মানুষটিকে হারাতে না চাইলে আগে থেকেই সাবধান হোন। আর জেনে নিন, প্রেমে পড়ার লক্ষন বা সত্যিই আপনি তার প্রেমে পড়েছেন কি না।

১. আপনি যাকে পছন্দ করেছেন, সে যদি কিছুদিন মানে ২ বা ৪ দিন ফোন বা কোনো যোগাযোগ না করে তাহলে কি মনে মনে আপনার খুব অস্থির লাগে? স্নায়ু দুর্বল হয়ে যায় বা অসুস্থ অনুভব করেন? এমনটা দেখলে বুঝে নেবেন, আপনি তার প্রেমে পড়েছেন আর এটাই অন্যতম প্রেমে পড়ার লক্ষন।

২.  ওর জন্য কি আপনার মনে কারণে-অকারণে খারাপ লাগে বা আপনি তাকে যা বলেছেন, সে জন্য মনে মনে খারাপ একটি অনুভূতি অনুভব করেন বা তার সঙ্গে ঝগড়া করেছেন বলে আপনার খারাপ লাগছে? এই অনুভূতি শুধু তার জন্যই হবে, যাকে আপনি ভালোবেসেছেন। তাই এমনটা লক্ষন হলে নির্দ্বিধায় বুঝে নেবেন, আপনি তার প্রেমে পড়ে গেছেন।

৩. অনেক কথা থাকে, যা সবাইকে বলা যায় না। সেসব কথা যদি আপনি কোনো জড়তা ছাড়াই তাকে বলতে পারেন এবং সেও কোনো কিছু মনে না করে কথাগুলো বোঝার চেষ্টা করে, তাহলে ধরে নেবেন আপনি তার প্রেমে পড়েছেন। কারণ সে কিছু মনে করবে না, এটা ভেবে আপনি তাকে সবকিছুই বলতে পারছেন। এটা না ভালোবাসলে করা সম্ভব নয়। তাই আর দ্বিধায় থাকার কোনো প্রয়োজন নেই।

৪. যদি তার সঙ্গে ঝগড়া করতে অস্বস্তি বোধ না করেন, তাহলে ধরে নেবেন ঠিক তার প্রেমে পড়েছেন। কারণ, মানুষ সেই মানুষটার সঙ্গেই ঝগড়া করে, যাকে সে ভালোবাসে। তাকেই সে সবকিছু বলার অধিকার রাখে। এমন লক্ষণ কিন্তু প্রেমে পড়ার লক্ষন এবং বুঝে নেবেন, আপনি তার প্রেমে পড়েছেন।

৫. ও যা বলছে তাতেই আপনার ভালো লাগে , কিছুতেই আপনি বিরক্ত হচ্ছেন না। এটি হলো প্রধান প্রেমে পড়ার লক্ষণ। তাই এমনটা হলে তাকে ভালোবাসার কথাটি বলেই ফেলুন।

৬. ওকে হারানোর ভয় হয় আপনার? যে মানুষ প্রেমে পড়ে, সে অবশ্যই ভালোবাসার মানুষকে হারাতে চাইবে না। এবং এমন কিছু করবে না, যাতে সে তাকে ছেড়ে চলে যায়। এই হারানোর ভয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে সত্যি সত্যি আপনি তার প্রেমে পড়েছেন।

৭. ওর কাছ থেকে দূরে থাকলে কি হতাশা কাজ করে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন আপনি তার প্রেমে পড়েছেন এবং তাকে প্রতিমুহূর্তে অনুভব করছেন। এটাই প্রেমে পড়ার লক্ষণ।

সবসময় তার কাছেই থাকতে ইচ্ছে করে। তার কথা শুনতে ইচ্ছে করে। এরকম হাজারো ইচ্ছে তাকে ঘিরে জন্ম নিবে। সমস্যা কি? প্রপোজ করে দিন আর ভালো থাকুন।

Share this

Related Posts

Previous
Next Post »