প্রত্যেক এন্ড্রয়েড ব্যবহার কারির জন্য এটা প্রয়োজন। অনেক খুঁজা খুঁজির পর মনের মত একটি ব্যাটারি সেভার পাইলাম।মিস করবেন না।
.
.
.
সব সময় আপনাদের জন্য ভাল কিছু নিয়ে আসার চেষ্টা করি।এই অ্যাপ টির ২টি ভার্সন আছে একটি ফ্রি আর একটা প্রিমিয়াম। আমি আপনাদের জন্য প্রিমিয়াম টা নিয়ে এসেছ।
Download now
App name: 2* battery saver pro
Size:4mb only4
এন্ড্রয়েড ব্যবহার কারীদের প্রধান সমস্যা চার্জ নিয়ে।ফোনে চার্জ থাকতেই চায় না।ধীর গতিতে চার্জ হয় আর ঝড়ের গতিতে যায়।
.
অনলাইন এ আমরা অনেক ব্যাটারি সেভার দেখতে পায় কিছু বেশি ভাগ কাজ করে না মানে ভুয়া।কিন্তু এই অ্যাপ টা কাজ করছে। সাথে অসাধারণ সব ফিচার।
.
আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড এ কোন অ্যাপ রানিং থাকবে না এই অ্যাপ টি অটোমেটিক তাকে স্টপ করে দিবে।অথচ যে গুলা কাজের অ্যাপ সে গুলা ঠিক ই চলবে।
.
আপনার ফোন চার্জ হওয়ার সময় এই অ্যাপ টি অন্যান্য অ্যাপ গুলা কে কাজ করতে দেয় না ফলে চার্জ দূত হয়।
.
স্ক্রনের আলো নিভাএ অটোমেটিক আপনার ফোনের Data/wifi অফ হয়ে যাবে।এই ফিচার টা আমার কাছে জটিল লেগেছে আপনি রাতে নেট চালাতে চালাতে ঘুমিয়ে গেছেন চিন্তা নাই একটা নির্দিষ্ট সময় পর আপনার data/wifi কানেকশন অফ হয়ে যাবে।আপনার ফোনের স্ক্রিন অফ হওয়ার কত সময় পর data/wifi অফ হবে তা সেট করতে পারবেন যেমন ৫মিনিট,২০মিনিট,১ঘন্টা,২ঘন্টা,৪ঘন্টা।
.
ব্যাটারি লো হলে সিগনাল দিবে সাথে ফুল চার্জ হলে ও সিগনাল দিবে।সাথে নাইট মুড ও পাচ্ছেন।
আরো অনেক সব ফিচার নিজেই ডাউনলোড করে দেখে নিন।
.