রবি তাদের মূল্যবান গ্রাহকদের জন্য নিয়ে এলো স্পেশাল ইন্টারনেট অফার। ৩জিবি(১জিবি যেকোন ইউজে এবং ২ জিবি কেবলমাত্র ফেসবুকে) ইন্টারনেট মাত্র ১২৯টাকায়!
ক্যাম্পেইন মেয়াদকালঃ ১১ সেপ্টেম্বর থেকে পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত চলবে
১২৯ টাকায় ৩ জিবি নেয়ার পদ্বতিঃ
১। ৩জিবি ডিলাইট ( ২ জিবি ফেসবুক + ১ জিবি অন্যান্য ওয়েবসাইট)
২। যারা আপলোড প্রেমিক তাদের জন্য এই প্যাকেজটি।
৩। প্যাকেজের মূল্যঃ ১২৯ টাকা
৪। এই প্যাকেজটির মেয়াদ ৭দিন
৫। এটা কিনতে ডায়াল করুন *8444*129#।
নোট
– বান্ডেল ট্যারিফ ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ১৫% ভ্যাটসহ
– বান্ডেলের নির্ধারিত ডাটা ফুরোনোর পরে পে পার ইউজ ট্যারিফ অনুযায়ী ০.০১/১০কেবি হারে প্রযোজ্য হবে
– উপরের প্যাক শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য এবং সার্ভিস অটো-রিনিউ আওতার বাইরে