ভালোবাসার কথা জানিয়ে দিন পছন্দের ছেলেটিকে




কাউকে খুব বেশি ভালো লেগে গেছে? কি করবেন এখন? অপেক্ষা করবেন? নাকি এগিয়ে গিয়ে নিজেই বুঝিয়ে দিবেন ভালোবাসার কথা টি? এমনিতে প্রেমের প্রস্তাব ছেলেরাই করে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারার পরিবর্তন হয়েছে অনেকখানি।

আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে ভালবাসার প্রস্তাব পাওয়ার জন্য অপেক্ষা করা মানে হল ভালবাসার সময়টিকে নষ্ট করা। তাই দেরি না করে নিজেই বলে ফেলুন নিজের মনের কথাটি। কাজটি মেয়েদের জন্য সহজ করে দেওয়ার জন্য  সহজ কিছু উপায়।


১। সঠিক দিন নির্বাচন করুন


সঠিক একটি দিন নির্বাচন করে যদি আপনি আপনার পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা জানাতে পারেন তাহলে প্রায় আপনার অর্ধেক কাজ হয়ে যাবে। কারন বিশেষ কিছু দিনেই মানুষ বেশ খোশ মেজাজে থাকে আর এই অবস্থায় প্রপোজ করাটাই উত্তম সময় । আর সবচেয়ে ভাল সময়টি হয় ছেলেটির জন্মদিন। আপনি যাকে ভালবাসেন তাকে তার জন্মদিনের দিন প্রেমের প্রস্তাব দিতে পারেন। এটি তার জন্য যেমন অবাক করা বিষয় হবে তেমনি হবে অনেক আনন্দের। এছাড়া ভ্যালেন্টাইন ডে, নিউ ইয়ার অথবা অন্য কোন বিশেষ দিনে প্রস্তাব করতে পারেন।

২। শখের দিকে মনোযোগ


তার শখের বিষয় গুলোর দিকে নজর দিন। শখের বিষয়গুলোতে আপনার আগ্রহ প্রকাশ করুন। এতে ছেলেটি আপনার সাথে একাত্মতা অনুভব করবেন এবং আপনার সাথে সহজ হয়ে কথা বলতে পারবে। আর এই সুযোগে আপনি আপনার মনের কথাটিও বলে ফেলতে পারবেন।

৩। ছেলেটির পছন্দের খাবার রান্না করুন


প্রচলিত আছে ‘ ছেলেদের হৃদয়ের রাস্তা পেট হয়ে যায়’। কথাটি অনেকাংশই সত্য। আপনি যাকে ভালবাসেন তার পছন্দের কোন খাবার রান্না করে তাকে খাওয়ান। অথবা তার পছন্দের কোন রেস্টুরেন্টে তাকে নিয়ে যান। খাওয়ার মাঝে বলে ফেলুন আপনার ভালবাসার কথাটি।

৪। পোষা প্রাণীটি


আপনার পছন্দের মানুষটি কি কোন পোষা প্রাণী আছে? তাহলে এই পোষা প্রাণীটি হতে পারে আপনার মনের কথা পৌঁছানোর ডাক পিয়ন। ছেলেরা পোষা প্রাণীর প্রতি দুর্বল থাকে। পোষা প্রানীটিকে আদর করুন, তার সাথে খেলুন দেখবেন ছেলেটি আপনাকে পছন্দ করা শুরু করে দিয়েছে।

৫। চিঠি লিখুন


ই-মেইল, এসএমএস এর যুগে চিঠি! কিছুটা অবাক শোনালেও প্রেম নিবেদনে চিঠির আবেদন এখনও কমে যায়নি। যাকে ভালবাসুন তার জন্য সুন্দর করে একটি চিঠি লিখুন। চিঠিতে খুব বেশি ইমো ব্যবহার করবেন না, এতে রোমান্টিকতা অনেক কমে যেয়ে হাস্যকর হয়ে উঠে।

৬। সোজাসাপ্টা বলে ফেলুন


এত সব নিয়মকে একপাশে রেখে সোজাসাপ্টা বলে ফেলুন যাকে ভালবাসুন। হ্যাঁ এতে কিছুটা সাহসের প্রয়োজন আছে। তবে অনেক ছেলেরাই সরাসরি কথা বলা পছন্দ করে। তাই সময় নষ্ট না করে সরাসরি বলে ফেলুন যাকে ভালবাসেন। আর হ্যাঁ ভালবাসার কথা বলার সময় ফুল সাথে করে নিতে ভুলবেন না যেন।

প্রিয় মানুষটির কাছ থেকে যে সাতটি জিনিস পেতে চায় ছেলেরা।

‘ভালবাসি’ কথাটি বলার আগে একবার চিন্তা করে নিন। সময় দিন ছেলেটিকে জানুন। তাকে বোঝার চেষ্টা করুন। তারপর ধীরে সুস্থ সময় নিয়ে বলে ফেলুন মনের কথাটি। কারণ একটি ছোট ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে সারাজীবনের কষ্টের কারণ।

Share this

Related Posts

Previous
Next Post »