ইফতারে রাসুল (সা.) যে দোয়া পড়তেন


ইফতারকালে আহার-ভোজনসহ নানা আয়োজনে পরিবারের সকল সদস্য ব্যস্ত হয়ে পড়েন। ইফতারপূর্ব এই ব্যস্ততার ফলে তারা দোয়া কবুলের মহত্তম সময় থেকে বঞ্চিত হন। এছাড়াও তারা ভুলে যান রোজা শেষে আল্লাহর দরবারে নতজানু হয়ে প্রার্থনা জানাতে।
ইবনে উমর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন-
كان رسول الله صلي الله عليه و سلم إذا أفطر قال: ذَهَبَ الظَمَأُ، وَابْتَلَّتِ العُرُوْقُ، وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللهُ
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন তখন (ইফতার সেরে) বলতেন— ‘পিপাসা নিবারিত হয়েছে, নিষিক্ত হয়েছে নালিগুলো আর আল্লাহ চাহে তো পুরস্কারও নির্ধারিত হয়েছে।’ (আবু দাউদ : ২৩৭৫)
ইফতারের পূর্বে অপেক্ষাকালীন সময়ে রাসুল (সা.) যে দোয়া পড়তেন:
اللّهُمَّ اِنِّيْ اَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ
(আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি রাহমাতিকাল্লাতি ওয়াসিয়াতকুল্লা শাইয়্যিন আনতাগফিরালি।)

Share this

Related Posts

Previous
Next Post »