পিসির জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যার ডাউনলোড করেনিন।

কিছু সফটওয়ার আছে যা খুবই নিত্য প্রয়োজনীয়।
মাঝেমধ্যে কারন বসত এগুলি হারিয়ে বসি বা আপডেট করতে হয়।
তাই, প্রয়োজন অনুযায়ী আপনারটি নিয়ে নিন।
১) Avro Keyboard : আমাদের কাছে অত্যন্ত পরিচিত সফটওয়্যার তবুও যারা জানেন না তাদের জন্য বলে রাখি এই সফটওয়্যারটা দিয়ে আপনি পিসিতে বাংলা টাইপ করতে পারবেন । সত্যি কথা বলতে কি বাংলা টাইপ করার জন্য এটা একটা অসাধারন সফটওয়্যার এর থেকে সহজে বোধয় বাংলা লেখা যায় না । এছাড়া আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করলে পাবেন Avro Spell Checker যেটা দিয়ে আপনি আপনার লেখাতে কোন বানান ভুল আছে কিনা সেটা চেককরতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
২) Google Chrome / Mozilla Firefox :এ দুটো হল ব্রাউজার । দুটো ব্রাউজারই খুব ভালো । অবশ্য আমি নিজে গুগল ক্রম ব্যবহার করি তবে যাদের ইন্টারনেট এর স্পীড ভালো তাদের পক্ষে মজিলা ফায়ারফক্সই ব্যবহার করা ভালো । Google Chrome ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  আর Mozilla Firefox ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
৩) Java Runtime Environment : এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এটা প্রোগ্রামিং এর কাজে ব্যবহার করা হয় এছাড়া বহু সফটওয়ার চালাতেও এটি কাজে লাগে । ৩২ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে   আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  ।
৪) Adobe Flash Player : Youtube ভিডিও দেখার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ সফটওয়্যার । এটা ছাড়া আপনি Youtube এ ভিডিও দেখতে পাবেন না । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
৫) VLC Media Player : এই ভিডিও প্লেয়ারটি সব ধরনের ভিডিও চালাতে পারে । খুব ভালো একটা ভিডিও প্লেয়ার । ৩২ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে   ।
৬) DAEMON Tools Lite : আমরা অনেক সময় অনেক .iso ফাইল ডাউনলোড করি কিন্তু এগুলো চালাতে আমাদেরকে আগে ডিভিডি অথবা সিডি তে বার্ন করতে হয় তবে এই সফটওয়্যারটা থাকলে আপনি সিডি অথবা ডিভিডি তে বার্ন না করেও ফাইলটা চালাতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
৭) Nero Multimedia Suite : অনেক সময় আমাদের সিডি অথবা ডিভিডি বার্ন করতে হয় তখন আপনি এই সফটওয়্যারটা দিয়ে খুব সহজেই আর খুব ভালোভাবে সিডি অথবা ডিভিডি বার্ন করতে পারবেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  ।
৮) Skype : ভিডিও চ্যাট করার জন্য এটার তুলনা হয় না ।  এক কথায় অসাধারন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
৯) Oovoo : আমাদের কাছে এই সফটওয়্যারটা অপরিচিত তবে খুব কাজের সফটওয়্যার । এটা দিয়ে আপনি Facebook না খুলেই চ্যাট করতে পারবেন । এছাড়া ভিডিও চ্যাটও করা যায় । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  ।
১০) WinRAR : RAR ফাইল EXTRACT করার জন্য এটা খুব ভালো সফটওয়্যার তবে দুঃখের বিষয় হল আপনাকে এই সফটওয়্যারটা কিনতে হবে । কি খুব কষ্ট হল শুনে ? তবে আপনাদের জন্য আমি এর বদলে আরও একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটার নাম  Extract Frog । এটা পুরো ফ্রী । যদি Winrar কিনতে না চান তাহলে এটা ব্যবহার করতে পারেন । এটাও খুব ভালো কাজ করে । তবে আপনি নেটে একটু খুঁজলেই ফুল ভার্সন Winrar পেয়ে যাবেন । আমি অবশ্য ফুল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দেব না আমি কেবল ট্রায়ালটার ডাউনলোড লিঙ্ক দেব । Winrar 32 বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  আর ৬৪ বিট ডাউনলোড করতে ক্লিক করুন এখানে এবং Extract Frog ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
১১) Adobe Reader : pdf ফাইল পরার জন্য এই সফটওয়্যারটার তুলনা নেই । আমি অ্যাডোব রিডার ১১ এর লিঙ্ক দিলাম । আপনি যদি অ্যাডোব রিডার ১০ ব্যবহার করেন তাহলে আপডেট করে নিতে পারেন । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
১২) Picasa : এটা ছবি দেখার সফটওয়্যার । খুব ভালো একটা Photo Viewer । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
১৩Avast! Free Antivirus : আপনারা যারা প্যাচ সফটওয়্যার ব্যবহার করেন তারা এটা ব্যবহার করতে পারেন । পুরো ফ্রী । পিসি এর Protection হয়ত ততটা ভালো হবে না তবে প্যাচ অ্যান্টিভাইরাস ব্যবহার করার থেকে অনেক ভালো । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
১৪Internet Download Manager : ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য এর থেকে ভালো সফটওয়্যার আর হয় না । তবে এটা কিনতে হয় যদি কিনতে না চান তাহলে প্যাচ ব্যবহার করতে পারেন । আমি অবশ্য ট্রায়াল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক দেব । ডাউনলোড করতে ক্লিক করুন এখানে  
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »