রাঙ্গামাটিতে ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশ থেকে জঙ্গীবাদ রুখতে এবং বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে। সোমবার রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তারা এ আহবান জানান।
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, রাঙ্গামাটি জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শামসুল আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল চৌধুরী, কলেজ ছাত্রলীগের সভাপতি বাপ্পাসহ রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের জেলা শহর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।
বক্তারা বলেন, বিএনপি জামায়াতের মদদে আজ দেশে জঙ্গিবাদে ছেয়ে গেছে। ধর্মের নাম ভাঙ্গিয়ে তারা দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে উঠে পড়ে লেগেছে। বক্তারা বলেন, তাদের এই ষড়যন্ত্র রুখতে না পারলে স্বাধীন এই বাংলাদেশকে আগামী দিনগুলোতে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিত করে দিবে। বক্তারা বিপথগামী যুব সমাজের উদ্দেশ্যে বলেন, ইসলাম কোন ধ্বংসের ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের নামে যে ধ্বংসের খেলায় মেতেছে তাতে ইসলামের কোন উন্নয়ন হবে না। বক্তারা তাদেরকে ধ্বংসের খেলা থেকে বেরিয়ে এসে শান্তির পথে ফিরে আসার আহবান জানান।
রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয় নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন।

Share this

Related Posts

Previous
Next Post »