ফেইসবুকে আছে লুকানো ইনবক্স

কিন্তু ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর কিছু কর্মী সম্প্রতি লক্ষ্য করেছেন, তাদের ‘ফিল্টারড’ ইনবক্সটি, যেখানে কিনা অপ্রয়োজনীয় বার্তা থাকার কথা, সেখানে প্রয়োজনীয় বার্তায় ভর্তি এবং এই মেসেজগুলো কখনো তাদের প্রধান ইনবক্সে আসেনি। কম্পিউটারের ক্ষেত্রে, গোপন ইনবক্সটি খুঁজে পাওয়ার সহজ উপায় হচ্ছে facebook.com/messages/other এই ঠিকানায় যাওয়া। আর স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে ইনবক্সটি চারটি মেনুর ভেতরে লুকানো। মেসেঞ্জারে ইনবক্সটি পাওয়ার জন্য সেটিংস>পিপল>মেসেজ রিকোয়েস্টস>সি ফিল্টারড রিকোয়েস্টস এ যেতে হবে।
বাছাইকৃত বার্তাগুলোর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে। ব্যবহারকারীর নিজের দ্বারা বাছাই করা বার্তা থেকে শুরু করে ব্যবহারকারীর সাথে যুক্ত নয় এমন কারো বার্তা, সবই চলে যায় লুকানো ইনবক্সটিতে।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »