জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মেসেজিং সিস্টেমের ‘বাছাই প্রক্রিয়া’ একটি গোপন ইনবক্সে লুকিয়ে রাখে শত শত বার্তা। গোপন ইনবক্সটি ব্রাউজার বা স্মার্টফোনে ফেইসবুক মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। এটি ফেইসবুকের বাছাই প্রক্রিয়ার একটি অংশ এবং এটি অপ্রয়োজনীয় বার্তাগুলো বাছাই করে সরিয়ে ফেলার জন্য তৈরি করা হয়েছে।
কিন্তু ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর কিছু কর্মী সম্প্রতি লক্ষ্য করেছেন, তাদের ‘ফিল্টারড’ ইনবক্সটি, যেখানে কিনা অপ্রয়োজনীয় বার্তা থাকার কথা, সেখানে প্রয়োজনীয় বার্তায় ভর্তি এবং এই মেসেজগুলো কখনো তাদের প্রধান ইনবক্সে আসেনি। কম্পিউটারের ক্ষেত্রে, গোপন ইনবক্সটি খুঁজে পাওয়ার সহজ উপায় হচ্ছে facebook.com/messages/other এই ঠিকানায় যাওয়া। আর স্মার্টফোনের মেসেঞ্জার অ্যাপে ইনবক্সটি চারটি মেনুর ভেতরে লুকানো। মেসেঞ্জারে ইনবক্সটি পাওয়ার জন্য সেটিংস>পিপল>মেসেজ রিকোয়েস্টস>সি ফিল্টারড রিকোয়েস্টস এ যেতে হবে।
বাছাইকৃত বার্তাগুলোর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে। ব্যবহারকারীর নিজের দ্বারা বাছাই করা বার্তা থেকে শুরু করে ব্যবহারকারীর সাথে যুক্ত নয় এমন কারো বার্তা, সবই চলে যায় লুকানো ইনবক্সটিতে।