আওয়ামী লীগ সরকার শহর থেকে শুরু করে গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিচ্ছে উন্নয়নের ছোঁয়া। এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উগ্র জঙ্গিগোষ্ঠী দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই উগ্র জঙ্গিগোষ্ঠীদের প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে।
রোববার (৩ জুলাই) জুরাছড়ি উপজেলায় ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল, শাড়ী ও লুঙ্গি বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা একথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ঈদ-উল ফিতর উপলক্ষে হত দরিদ্রদের দের মাঝে চাল, লঙ্গি ও শাড়ী বিতরণী সভায় আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কল্পিতা চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তপন কান্তি দে, যুব লীগের নবীন নেতা রন্টু চাকমা, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, থানা ইন্সপেক্টর মো: মোরশেদুল আলম।
এদিকে সকালে জুরাছড়ি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদ-উল ফিতর উপলক্ষে ৩শ’ জন দুঃস্থদের মাঝে জনপ্রতি ২০ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানে জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমা সভাপতিত্ব করেন।