খাগড়াছড়িতে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত

আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপনে খাগড়াছড়ি জেলা প্রশাসন সকল  প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ উপলক্ষে  জেলা প্রশাসক মুহাম্মদ  ওয়াজিদুজ্জামানের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কোথায় কখন ঈদের জামাত: খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টি হলে  ঈদের জামাত অনুষ্ঠিত খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে।
এছাড়া  নতুন পুলিশ লাইনে সকাল ৮টায় ,৮টা ১৫ মিনিটে  সদর উপজেলা জামে মসজিদে ,৮টা ৪৫ মিনিটে  পুরাতন পুলিশ লাইন জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ,খেজুর বাগান জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, শান্তি নগর,  বায়তুর নুর জামে মসজিদ, কদমতলী জামে মসজিদ ও গাউছিয়া জামে মসজিদে। সকাল ৯টায় বাস টার্মিনাল জামে মসজিদ, কুমিল্লাটিলা আম বাগান জামে মসজিদ,পুর্ব ইসলামপুর জামে মসজিদ, শব্দমিয়া পাড়া জামে মসজিদ ও দক্ষিণ ও উত্তর গঞ্জপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ উলক্ষে সড়ক ও সড়ক দ্বীপে  কালেমা তায়েবা খচিত ব্যানার সর্জ্জিত করা হবে। এছাড়া ঈদের দিন  সুর্যোদয়ের সাথে সাথে সকাল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পাতাকা উত্তোলন, জেলা সদরে অবস্থিত শিশু সদন, হাসপাতাল, এতিমখানা  ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশেনের সিন্ধান্ত নেয়া হয়েছে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »