যাদের গিগাবিট ব্রডব্যান্ড ব্যবহারের সামর্থ নেই এমন নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা দেবে গুগলের ইন্টারনেট সেবা ‘গুগল ফাইবার’। এই কার্যক্রমে আপাতভাবে ১ হাজার ৩০০ বাড়িতে ১০০০ এমবিপিএস এর ইন্টারনেট সেবা দেওয়া হবে।
গুগল ফাইবার জানিয়েছে, বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা ৭ সেকেন্ডে একটি এইচডি মুভির সমমানের ফাইল ডাউনলোড করতে পারবে। আর এই বিনামূল্যের ইন্টারনেট সেবায় শুধুমাত্র একটি শহরেই প্রতিবছর গুগলের খরচ হবে প্রায় ১ মিলিয়ন ডলার।
মঙ্গলবার একটি ঘোষনায় গুগলের এই প্রতিষ্ঠান জানায়, আপাতভাবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি মার্কেটে বিনামূল্যের এই সেবা দেওয়া শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে যেসব শহরে গুগল ফাইবারের কার্যক্রম আছে সেখানেও এই সেবা চালু হবে।
যদিও এটিই প্রথম নয়। এর আগে অস্টিন, টেক্সাসেস নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে গুগল ফাইবার। তবে সেক্ষেত্রে গিগাবিট গতি দেওয়া হতো না, উচ্চগতি পেতে হলে টাকা পরিশোধ করতে হয়।
বর্তমানে বেশিরভাই আমেরিকান ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১২ এমবিপিএস গতি পান, যেখানে সর্বোচ্চ গতি পাওয়া যায় ৫৭ এমবিপিএস।
তবে গুগলের এই কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা কানেক্টহোম প্রকল্পের অধীনে করা হচ্ছে বলে জানা গেছে। কানেক্টহোম প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার নিম্ন আয়ের মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে।
তবে গুগলের এই সেবার মাধ্যমে মূল কোম্পানি অ্যালফাবেট লাভবানই হবে। ওয়েবে যত বেশি মানুষ যুক্ত হবে ততোই গুগলের বিভিন্ন অনলাইন ব্যবহারকারী বাড়বে। যা গুগলের প্রধান ব্যবসা সার্চ ও বিজ্ঞাপনের জন্য সুফল বয়ে আনবে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24
গুগল ফাইবার জানিয়েছে, বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা ৭ সেকেন্ডে একটি এইচডি মুভির সমমানের ফাইল ডাউনলোড করতে পারবে। আর এই বিনামূল্যের ইন্টারনেট সেবায় শুধুমাত্র একটি শহরেই প্রতিবছর গুগলের খরচ হবে প্রায় ১ মিলিয়ন ডলার।
মঙ্গলবার একটি ঘোষনায় গুগলের এই প্রতিষ্ঠান জানায়, আপাতভাবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি মার্কেটে বিনামূল্যের এই সেবা দেওয়া শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে যেসব শহরে গুগল ফাইবারের কার্যক্রম আছে সেখানেও এই সেবা চালু হবে।
যদিও এটিই প্রথম নয়। এর আগে অস্টিন, টেক্সাসেস নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে গুগল ফাইবার। তবে সেক্ষেত্রে গিগাবিট গতি দেওয়া হতো না, উচ্চগতি পেতে হলে টাকা পরিশোধ করতে হয়।
বর্তমানে বেশিরভাই আমেরিকান ইন্টারনেট ব্যবহারকারী গড়ে ১২ এমবিপিএস গতি পান, যেখানে সর্বোচ্চ গতি পাওয়া যায় ৫৭ এমবিপিএস।
তবে গুগলের এই কার্যক্রম দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা কানেক্টহোম প্রকল্পের অধীনে করা হচ্ছে বলে জানা গেছে। কানেক্টহোম প্রকল্পে ২ লাখ ৭৫ হাজার নিম্ন আয়ের মানুষকে ইন্টারনেটের আওতায় আনা হবে।
তবে গুগলের এই সেবার মাধ্যমে মূল কোম্পানি অ্যালফাবেট লাভবানই হবে। ওয়েবে যত বেশি মানুষ যুক্ত হবে ততোই গুগলের বিভিন্ন অনলাইন ব্যবহারকারী বাড়বে। যা গুগলের প্রধান ব্যবসা সার্চ ও বিজ্ঞাপনের জন্য সুফল বয়ে আনবে।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24