আপনার জিমেইল আইডি ভুলে গেলে যেভাবে পুনরুদ্ধার করবেন !

অনেক সময় দীর্ঘদিন জিমেইল আইডি ব্যবহার না করায় মেইলের আইডি ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেকে প্রায়ই এমন বিপাকে পড়েন। তখন পাসওয়ার্ড জানা থাকলেও মেইলে প্রবেশ করা যায় না আসল আইডিটি ঠিকভাবে দিতে না পারায়।
কিছু কৌশল জানা থাকলে অবশ্য এমন বিপত্তি থেকে রেহাই পাওয়া যাবে। এ জন্য খুব বেশি মাথা খাটাতে হবে না, মাত্র কয়েক ক্লিকেই ভুলে যাওয়া জিমেইল আইডি ফিরে পাওয়া যাবে।
এ জন্য প্রথমে এ ঠিকানায় যেতে। এটি জিমেইলের একটি ফিচার। হারিয়ে যাওয়া আইডি খুঁজে পেতে এটি তৈরি করা হয়েছে।
লিংকে প্রবেশ করার পর ‘Forgot your username?’ দেখা যাবে। এখানে দুটি অপশন রয়েছে। এর একটি হলো ‘Enter your recovery email address’ । এখানে আপনার মেইল আইডি চালুর সময় যে রিকভারি মেইল দিয়েছিলেন তা দিতে হবে।

অনেকের আবার রিকভাবি মেইল আইডিও মনে থাকে না। সেক্ষেত্রে টেনশনের কিছু নেই। এমন ক্ষেত্রে ‘Enter your recovery phone number’ অপশনটি কাজে লাগাতে হবে। এতে জিমেইল আইডি খোলার সময় ব্যবহৃত ফোন নম্বরটি দিতে হবে।
এরপর জিমেইল আইডি খোলার সময় দেওয়া প্রথম ও শেষ নাম দিয়ে ‘I am not a robot’ অপশনটি টিক দিয়ে সবমিটে ক্লিক করতে হবে।

তাহলে রিকভারি মেইল অথবা ফোনে প্রয়োজনীয় নির্দেশনা চলে যাবে জিমেইল আইডি সম্পর্কে। ফিরে পাওয়া যাবে ভুলে যাওয়া আইডিটি।

ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »