ﻭَﻋَﻦْ ﺣُﺬَﻳْﻔَﺔَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻛَﺎﻥَ ﺍﻟﻨَّﺒﻲُّ ﷺ ﺇِﺫَﺍ ﺃﺧَﺬَ
ﻣَﻀْﺠَﻌَﻪُ ﻣِﻦَ ﺍﻟﻠَّﻴْﻞِ ﻭَﺿَﻊَ ﻳَﺪَﻩُ ﺗَﺤْﺖَ ﺧَﺪِّﻩِ، ﺛُﻢَّ ﻳَﻘُﻮﻝُ : « ﺍَﻟﻠﻬﻢ
ﺑِﺎﺳْﻤِﻚَ ﺃﻣُﻮﺕُ ﻭَﺃﺣْﻴَﺎ » ﻭَﺇِﺫَﺍ ﺍﺳْﺘَﻴْﻘَﻆَ ﻗَﺎﻝَ : « ﺍﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ﺍﻟَّﺬِﻱ
ﺃﺣْﻴَﺎﻧَﺎ ﺑَﻌْﺪَ ﻣَﺎ ﺃﻣَﺎﺗَﻨَﺎ ﻭَﺇِﻟَﻴْﻪِ ﺍﻟﻨُﺸُﻮﺭُ ». ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
বাংলা হাদিস
হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে যখন
শয্যাগ্রহণ করতেন, তখন তিনি গালের
নীচে হাত রেখে এই দো‘আ
পড়তেনঃ ‘আল্লাহুম্মা বিসমিকা আমূতু অ
আহয়্যা।’ অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার
নামে মরি ও বাঁচি। আর যখন জাগতেন তখন
বলতেনঃ ‘আলহামদু লিল্লা-
হিল্লাযী আহয়্যা-না বা’দা মা আমা-
তানা অ ইলাইহিন নুশূর।’ অর্থাৎ সেই
আল্লাহর সমস্ত
প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যু (নিদ্রা)
দেওয়ার পর জীবিত করলেন এবং তাঁরই
দিকে আমাদের পুনর্জীবন।
[বুখারি ৬৩১২, ৬৩১৪, ৬৩২৪, ৭৩৯৪,
তিরমিযি ৩৪১৭, আবু দাউদ ৫০৪৯, ইবন মাজাহ
৩৮৮০, আহমদ ২২৭৩৩, ২২৭৬০, ২২৭৭৫, ২২৮৬০,
২২৮৮২, ২২৯৪৯, দারেমি ২৬৮৬]