কাপড়ে পেশাব জাতীয় নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি?

কাপড়ে পেশাব বা এ
জাতীয় কোনো তরল
নাপাকি লাগলে তিনবার
ভালোভাবে নিংড়িয়ে ধুতে হয়।
প্রবাহিত পানি যেমন নদী, বড় পুকুর
বা টেপের পানিতে ধুলেও কি তিনবার
নিংড়িয়ে ধুতে হবে? নাপাক কাপড়
যদি প্রবহমান পানি যেমন, নদী,
পুকুরে বা টেপের পানিতে এত
বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর
হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায়
তাহলে তা পাক হয়ে যাবে।
এক্ষেত্রে তিনবার
নিংড়িয়ে ধোয়া জরুরি নয়। কিন্তু
বালতি বা এ ধরনের ছোট
পাত্রে ধোয়া হলে তিনবার
ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর
উত্তমরূপে নিংড়িয়ে নিতে হবে। [রদ্দুল
মুহতার ১/৩৩৩; আলবাহরুর রায়েক ১/২৩৭;
শরহুল মুনইয়া ১৮৩]

Share this

Related Posts

Previous
Next Post »