আখেরাতে যারা রেশম কাপড় থেকে বঞ্চিত হবে!


আরবি হাদিস

ﻭَﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ : ‏« ﻣَﻦْ

ﻟَﺒِﺲَ ﺍﻟﺤَﺮِﻳﺮَ ﻓﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻟَﻢْ ﻳَﻠْﺒَﺴْﻪُ ﻓﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ‏». ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪِ

বাংলা হাদিস

আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বলেছেন, দুনিয়াতে যে রেশমী কাপড়

পরবে,

আখেরাতে সে তা পরতে পাবে না।

[বুখারি ৫৮৩২, মুসলিম ২০৭৩, ইবন মাজাহ

৩৫৮৮, আহমদ ১১৫৭৪, ১৩৫৮০]

Share this

Related Posts

Previous
Next Post »