আখেরাতে রেশমের কাপড় পরিধান করতে চাইলে কী করতে হয়?
ﻋَﻦ ﻋُﻤَﺮَ ﺑﻦِ ﺍﻟﺨَﻄَّﺎﺏِ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ
ﷺ : « ﻻَ ﺗَﻠْﺒَﺴُﻮﺍ ﺍﻟﺤَﺮِﻳﺮَ ؛ ﻓَﺈﻥَّ ﻣَﻦْ ﻟَﺒِﺴَﻪُ ﻓﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﻟَﻢْ ﻳَﻠْﺒَﺴْﻪُ
ﻓﻲ ﺍﻵﺧِﺮَﺓِ ». ﻣﺘﻔﻖٌ ﻋَﻠَﻴْﻪِ
বাংলা হাদিস
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, তোমরা (পুরুষরা) রেশমের কাপড়
পরিধান করো না। কেননা,
যে ব্যক্তি দুনিয়াতে রেশমের কাপড়
পরিধান করবে,
সে আখেরাতে তা থেকে বঞ্চিত হবে।
(অর্থাৎ সে জান্নাত হতে বঞ্চিত হবে।)
[বুখারি ৫৮২৮, ৫৮৩০, ৫৮৩৪, ৫৮৩৫, মুসলিম
২০৬৯, নাসায়ি ৫৩১২, ৫৩১৩, আবু দাউদ ৪০৪২,
ইবন মাজাহ ২৮১৯, ২৮২০, ৩৫৯৩, আহমদ ৯৩, ২৪৪,
৩০৩ , ৩২৩, ৩৫৮, ৩৬৭]
Share this