কোন ধরনের শোয়াকে আল্লাহ মহান অপছন্দ করেন?


আরবি হাদীস
ﻭَﻋَﻦْ ﻳَﻌِﻴﺶَ ﺑﻦِ ﻃِﺨْﻔَﺔَ ﺍﻟﻐِﻔَﺎﺭِﻱِّ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﻋَﻨﻬُﻤَﺎ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ
ﺃَﺑﻲ : ﺑَﻴﻨَﻤَﺎ ﺃَﻧَﺎ ﻣُﻀْﻄَﺠِﻊٌ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻋَﻠَﻰ ﺑَﻄْﻨِﻲ ﺇِﺫَﺍ ﺭَﺟُﻞٌ
ﻳُﺤَﺮِّﻛُﻨِﻲ ﺑِﺮِﺟﻠِﻪِ، ﻓَﻘَﺎﻝَ : ‏« ﺇﻥَّ ﻫَﺬِﻩِ ﺿِﺠْﻌَﺔٌ ﻳُﺒْﻐِﻀُﻬَﺎ ﺍﻟﻠﻪُ ‏» ،
ﻗَﺎﻝَ : ﻓَﻨﻈَﺮْﺕُ، ﻓَﺈِﺫَﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ . ﺭﻭﺍﻩ ﺃَﺑُﻮ ﺩﺍﻭﺩ ﺑﺈﺳﻨﺎﺩٍ
ﺻﺤﻴﺢ
বাংলা হাদিস
য়্যা‘ঈশ ইবনে ত্বিখফাহ্
গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, আমার পিতা বলেন,
একদা আমি মসজিদে উপুড়
হয়ে শুয়ে ছিলাম, এমতাবস্থায় একটি লোক
আমাকে পা দিয়ে নড়িয়ে বলল, ‘‘এ ধরনের
শোয়াকে আল্লাহ অপছন্দ করেন।’’
তিনি বলেন, ‘আমি তাকিয়ে দেখলাম
তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।’
[আবু দাউদ ৫০৪০, আহমদ ১৫১১৫, ১৫১১৭]

Share this

Related Posts

Previous
Next Post »