গরুর গোবর জমা করে সার হিসেবে বিক্রি করা কি বৈধ?


কোনো কোনো বাড়িতে একটি
নির্দিষ্ট স্থানে গরুর গোবর জমা করা হয়।
এভাবে বেশ কয়েক মাস জমা করার পর
তা নার্সারির কাছে উপযুক্ত
দামে বিক্রি করা হয়। এভাবে নাপাক বস্তু
বিক্রি করা জায়েয কি না? হ্যাঁ, গোবর
বিক্রি করা জায়েয।
কেননা, নাপাক হলেও তা ব্যবহারের
অনেকগুলো বৈধ ক্ষেত্র রয়েছে। যেমন
সার হিসাবে, জ্বালানী কাজে ইত্যাদি।
[খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৫৩;
ফাতাওয়া খানিয়া ২/১৩৩; আলমুহীতুল
বুরহানী ৮/১০২; আলইনায়া ৮/৪৮৬; আলবাহরুর
রায়েক ৮/১৯৯; আদ্দুররুল মুখতার ৬/৩৮৫;
হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৯৩]

Share this

Related Posts

Previous
Next Post »