যে সকল পাত্রে খাদ্য গ্রহণে নিষেধ করেছেন রাসুলে করীম (সাঃ)


ﻭَﻋَﻦْ ﺣُﺬَﻳْﻔَﺔَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻧَﻬَﺎﻧَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ ﺃﻥْ ﻧَﺸْﺮَﺏَ
ﻓِﻲ ﺁﻧِﻴَﺔِ ﺍﻟﺬَّﻫَﺐِ ﻭَﺍﻟﻔِﻀَّﺔِ، ﻭﺃﻥْ ﻧَﺄْﻛُﻞَ ﻓِﻴﻬَﺎ، ﻭَﻋَﻦْ ﻟُﺒْﺲ ﺍﻟﺤَﺮﻳﺮِ
ﻭَﺍﻟﺪِّﻳﺒَﺎﺝ، ﻭﺃﻥْ ﻧَﺠْﻠِﺲَ ﻋَﻠَﻴْﻪِ . ﺭﻭﺍﻩ ﺍﻟﺒﺨﺎﺭﻱ
বাংলা হাদিস
হুযাইফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সোনা ও রূপার
পাত্রে পান বা আহার
করতে আমাদেরকে নিষেধ করেছেন
এবং চিকন ও মোটা রেশম পরিধান
করতে অথবা (বেড-কভার বা সীট-কভার
বানিয়ে) তার উপর বসতেও নিষেধ
করেছেন।
[বুখারি ৫৪২৬, ৫৬৩২, ৫৬৩৩, ৫৮৩১, ৫৮৩৭,
মুসলিম ২০৬৭, তিরমিযি ১৮৭৮,
নাসায়ি ৫৩০১, আবু দাউদ ৩৭২৩, ইবন মাজাহ
৩৪১৪, ৩৫৯০, আহমদ ২২৭৫৮, ২২৮০৩, ২২৮৪৮,
২২৮৫৫, ২২৮৬৫, ২২৮৯২, ২২৯২৭, ২২৯৫৪,
দারেমি ২১৩০]

Share this

Related Posts

Previous
Next Post »