গায়রে মাহরাম নারী পুরুষের খাবারের অবশিষ্টাংশ খাওযা জায়েজ কিনা?

গায়রে মাহরাম মহিলার
ঝুটা খাওয়া পুরুষের জন্য জায়েজ কি না?
এর হুকুম কী? তদ্রূপ পুরুষের
ঝুটা গায়রে মাহরাম মহিলার খাওয়ার হুকুম
কী? গায়রে মাহরাম পুরুষ বা মহিলার ঝুটাও
পাক। তবে কেউ গায়রে মাহরামের
অবশিষ্ট খাবার বা পানীয় গ্রহণে স্বাদ
বা আকর্ষণ বোধ করলে তার জন্য মাকরূহ
হবে।
আর আকর্ষণ না হলে, স্বাদ নেওয়ার
উদ্দেশ্য না থাকলে মাকরূহ হবে না।
[ফাতাওয়া খানিয়া ১/১৮; আদ্দুররুল মুখতার
১/২২২; আলবাহরুর রায়েক ১/১২৬;
হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১২১;
ফাতাওয়া হিন্দিয়া ১/২৩]

Share this

Related Posts

Previous
Next Post »