বিচিত্র আমাদের এই পৃথিবীর কিছু গুরুত্বপূর্ন আশ্চর্য্য কিছু তথ্য জেনে নিন , যে গুলো সত্যিই আপনাকে বিস্মিত করবে --
**সবচেয়ে বেশি বৃষ্টি....
সবচেয়ে বেশি বৃষ্টি হয় ভারতের মেঘালয় রাজ্যে৷ সেখানকার মাওসিনরাম গ্রামকে বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান বলে বিবেচনা করা হয়৷ গড়ে প্রতিবছর সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১১.৮৬ মিটার বা ৩৯ ফুট৷ যেখানে লন্ডনে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৬৫ সেন্টিমিটার৷**সবচেয়ে গরম কোথায়?
১৯৯৩ সালের ১০ জুলাই থেকে রেকর্ডটা যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের দখলে৷ সে বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই জায়গাটিতে সর্বোচ তাপমাত্রা ছিল ৫৬ দশমিক ৬৭ ডিগ্রি সেলসিয়াস৷ ঝলমলে সূর্য দেখতে যাঁরা ভালোবাসেন, তাঁদেরও প্রাণ ওষ্ঠাগত হয়েছিল সেদিন৷**সবচেয়ে উঁচু এভারেস্ট
নেপালের হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট যে বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ এটা প্রায় সবাই-ই জানেন৷ ২৯ হাজার ২৯ ফুট বা ৮ হাজার ৮শ ৪৮ মিটার উঁচু এভারেস্টও গত ২৫শে এপ্রিলের ভূমিকম্পে কেঁপে উঠেছিল৷ অন্তত ১৮ জন পর্বতারোহী মারা যায় সেদিন৷
**সবচেয়ে নীচু...
প্রশান্ত মহাসাগরের গভীরের ‘চ্যালেঞ্জার ডিপ’-এ সাবমেরিন ছাড়া যাওয়া যায়না৷ হলিউডের পরিচালক জেমস ক্যামেরন তাই সাবমেরিন ভাড়া করেই গিয়েছিলেন সেখানে৷ সাগর গভীরের ওই জায়গায় ১১ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে একটা পাহাড়৷ পাহাড়ের তলদেশই বিশ্বের সবচেয়ে নীচু স্থান৷**কোনোদিন বৃষ্টি হয়নি!
চিলির আটাকামা মরু অঞ্চলটা ভীষণ অদ্ভুত৷ অনেক আবহাওয়াবিদের মতে, ওই জায়গাটি সবচেয়ে সেরা মরুভূমি৷ আটাকামায় এমন জায়গাও আছে যেখানে কোনোদিন এক ফোঁটা বৃষ্টিও পড়েনি৷ ওই ভূখণ্ডে মানুষের পদচারণা শুরুর পর থেকে তো নয়ই৷**সবচেয়ে বেশি ঠাণ্ডা কোথায়?
অ্যান্টার্কটিকায়৷ অ্যান্টার্কটিকার পাহাড় অঞ্চলে শীতের সময় তাপমাত্রা হিমাংকের নীচে ৯২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামে৷ এত শীত আর কোথাও নেই৷**সবচেয়ে জনবহুল
কোন শহরে সবচেয়ে বেশি মানুষ বাস করে, অর্থাৎ বিশ্বের কোন শহরটি সবচেয়ে জনবহুল? উত্তর- চীনের সাংহাই৷ ২ কোটি ২৪ লাখ মানুষের বাস সেখানে৷** অস্ট্রেলিয়া মহাদেশই হলো একমাত্র মহাদেশ যেখানে কোনো জীবিত আগ্নেয়গিরি নেই!!
** প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার বজ্রপাত হয়!!
** আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর আক্রমনের চেয়ে জলহস্তীর আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!
** আপনি জানেন কি, ফ্রেন্চ ফ্রাইের আসল জন্মস্থান ফ্রান্সে নয়, আসল জন্মস্থান বেলজিয়ামে !!
** কোথাও ভ্রমন করার সময় মানুষ কোন জিনিসটা নিতে সবচেয়ে বেশি ভুলে যায় জানেন কি ? টুথব্রাশ !!
** আপনি জানেন কি, মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টের চেয়ে দ্রুত স্পন্দিত হয়??
**শুধু হৃৎপিণ্ডই নয়, মেয়েরা ছেলেদের চেয়ে এমনকি চোখের পাতাও দ্রুত ফেলে!! (প্রায় দিগুন দ্রুত)
**আপনি জানেন কি, প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!
** অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে) বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!
** যারা বিজ্ঞানের ছাত্র তারা কি জানেন যে ,পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়?? অর্থাৎ, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!!
** আপনি জানেন কি, অাগষ্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অাগষ্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!
** যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারেন না!!
** আপনি জানেন কি, ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ হলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ হলো "Q"??
** ফ্যাশন সচেতন মহিলারা এটা জানেন কি, অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার করা হয়??