শব্দহীন অ্যালার্ম ঘড়ি !


পৃথিবীতে বিরক্তিকর যে কয়টি বিষয় রয়েছে, হয়তো তার মধ্যে অন্যতম হচ্ছে ‘অ্যালার্মের কর্কশ আওয়াজ।’ যত মধুর আওয়াজই ঠিক করে রাখা হোক না কেন, সকালে ঘুম ভাঙার সময় তা কখনই মধুর মনে হয় না। আর তাই হয়তো তৈরি করা হচ্ছে নতুন ধারার অ্যালার্ম ঘড়ি সেন্সরওয়েক যা কোনো আওয়াজ বা শব্দ না করেই ঘুম ভাঙাতে পারবে।


আওয়াজের বদলে গন্ধের সাহায্যে ঘুম ভাঙাবে সেন্সরওয়েক। না বাজে কোনো গন্ধ নয়, ভালো গন্ধের মাধ্যমেই ঘুম থেকে উঠতে সাহায্য করবে ভিন্নধারার এই অ্যালার্ম ঘড়িটি। বর্তমানে সেন্সরওয়েক-এ কফি, চকোলেট বা পেপারমিন্ট ইত্যাদি ছয় ধরনের সুগন্ধ রয়েছে।

যে সময়ে উঠতে ইচ্ছুক, সে সময়টি ঠিক করার পাশাপাশি ‘অ্যালার্ম টোন’ ঠিক করার মতো করে ‘অ্যালার্ম সেন্ট’ ঠিক করে রাখতে পারবেন এর ব্যবহারকারীরা। পরে নির্ধারিত সময়ে ব্যবহারকারীকে, তার পছন্দের গন্ধের মাধ্যমে ঘুম থেকে জাগিয়ে তুলবে সেন্সরওয়েক।

সেন্সরওয়েক নামের এই ঘড়িটি তৈরি করেছেন গুলিয়মে রোলান্ড নামের এক ফরাসী কিশোর। এটি তৈরির পেছনের কারণ হিসেবে রোলান্ড জানান, তিনি সকাল পছন্দ করেন না। এমনটা হয়তো আরও অনেকেই মনে করেন। তার প্রমাণ, ২০১৫ সালের শুরুতে কিকস্টার্টার ক্যাম্পেইন-এর মাধ্যমে আইডিয়াটির ২ লাখ ডলার তহবিল সংগ্রহ।

কিন্তু প্রযুক্তি জায়ান্ট গুগল-ও যে একই ধারায় বিশ্বাসী, তা হয়তো অনেকেরই অজানা। প্রমাণ? আলোচিত এই সেন্সরওয়েক ‘গুগল সাকসেস ইঞ্জিন প্রোগ্রাম’-এর একটি অংশ। ভিন্ন ধারার এই অ্যালার্ম ঘড়িটি ৯৯ শতাংশ ক্ষেত্রে সফলভাবে মানুষকে জাগাতে সক্ষম বলে দাবি করেছেন এর নির্মাতা।

এখনও বাজারে আসেনি সেন্সরওয়েক, বর্তমানে এর উৎপাদন চলছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ঘড়িটিতে নানা ধরনের সুগন্ধ যুক্ত করতে সুইস সুগন্ধী উৎপাদক শিভোদান-এর সঙ্গেও চুক্তিতে এসেছে সেন্সরওয়েক। চলতি বছরের মে মাসে বাজারে আসবে ঘড়িটি। সিইএস উপলক্ষ্যে বিশেষ প্রি-অর্ডারের মাধ্যমে ৮৯ ডলারে এবং বাজারে আসার পর ১০৯ ডলারের বিনিময়ে ঘড়িটি কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।

Share this

Related Posts

Previous
Next Post »