গ্রামীণফোনে পাচ্ছেন ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালেন্স!

আপনার গ্রামীণফোন মোবাইলের ডেটা এবং একাউন্টের ব্যালেন্স শেষ হয়ে গেছে? জরুরী ভিত্তিতে ইন্টারনেট এক্সেস করা দরকার? এবার জিপি নিয়ে এলো ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালান্স সার্ভিস যার মাধ্যমে জরুরী মুহুর্তের প্রয়োজন মেটানোর জন্য লোন পাবেন ১০ মেগাবাইট ডেটা। এক্ষেত্রে *১০১০*২# ডায়াল করলেই পাচ্ছেন ১০ এমবি ইন্টারনেট!



শর্তাবলি

*১০১০*২# ডায়াল করলেই পাচ্ছেন ১০ এমবি ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালান্স
এই সার্ভিসটি শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
অফারটি নিতে গ্রাহককে *১০১০*২# ডায়াল করতে হবে
এই অফারটি নেওয়ার জন্য গ্রাহকের একাউন্ট-এ ব্যালান্স ১ টাকা বা তার চেয়েও কম থাকতে হবে এবং কোনো ডেটা ভলিউম থাকা যাবে না
রিচার্জ-এর ক্ষেত্রে ভয়েস ইমার্জেন্সি ব্যালান্স-এর প্রাপ্য টাকা আগে কাটা হবে। দুটো ইমার্জেন্সি ব্যালান্স-এর প্রাপ্য টাকা কাটার পরই কেবল গ্রাহক প্রধান একাউন্ট-এ ব্যালান্স পাবেন
এই ১০ এমবি ডাটা’র মূল্য ৫ টাকা। লোন এর মেয়াদ ২ দিন। ডেটার মূল্য গ্রাহকের পরবর্তী রিচার্জ থেকে কাটা হবে।
৫ টাকার মধ্যে ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট অর্ন্তভুক্ত
আরও জানতে ১২১ এ কল করুন।

Share this

Related Posts

Previous
Next Post »