শর্তাবলি
*১০১০*২# ডায়াল করলেই পাচ্ছেন ১০ এমবি ইমার্জেন্সি ইন্টারনেট ব্যালান্স
এই সার্ভিসটি শুধুমাত্র গ্রামীণফোন প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য
অফারটি নিতে গ্রাহককে *১০১০*২# ডায়াল করতে হবে
এই অফারটি নেওয়ার জন্য গ্রাহকের একাউন্ট-এ ব্যালান্স ১ টাকা বা তার চেয়েও কম থাকতে হবে এবং কোনো ডেটা ভলিউম থাকা যাবে না
রিচার্জ-এর ক্ষেত্রে ভয়েস ইমার্জেন্সি ব্যালান্স-এর প্রাপ্য টাকা আগে কাটা হবে। দুটো ইমার্জেন্সি ব্যালান্স-এর প্রাপ্য টাকা কাটার পরই কেবল গ্রাহক প্রধান একাউন্ট-এ ব্যালান্স পাবেন
এই ১০ এমবি ডাটা’র মূল্য ৫ টাকা। লোন এর মেয়াদ ২ দিন। ডেটার মূল্য গ্রাহকের পরবর্তী রিচার্জ থেকে কাটা হবে।
৫ টাকার মধ্যে ৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট অর্ন্তভুক্ত
আরও জানতে ১২১ এ কল করুন।