সব মেয়েরা চায় তার প্রিয় মানুষটি খুব যত্ন করে এবং ভালোবাসার সাথে প্রপোজটি করবে। আজ আপনাদের জানাবো কিভাবে পাবলিক প্লেসে বিয়ের অথবা ভালোবাসার জন্য প্রপোজ করবেন।
হা হা কি ভাবছেন? পাগলামি? ভাবনা কিসের? ভালোবাসাটা সম্পুর্নই তো পাগলামি। এক জন আরেকজনের জন্য এতই পাগল থাকে যে মাঝে মাঝে দুই একদিন কথা না বলতে পারলে মাথা খারাপ হয়ে যায়, কিছু ভালো লাগেনা, আরো কত কি।
চলুন দেখে নেয়া যাক কিভাবে প্রপোজ করবেনঃ
১/ জায়গা পছন্দ করুন, হতে পারে কোনো ন্যাশনাল পার্ক, জাদুঘর, রেষ্টুরেন্টের ছাদে, খোলা যে কোনো পার্ক। এমন একটি জায়গা যেখানে আপনাদের দুজনেরই মন ফ্রেশ থাকবে। এবার কাছাকাছি কাউকে আপনাদের দুজনের একটি ছবি তুলে দিতে বলুন। যখন আপনার “সে” ছবি তোলার জন্য নিজেকে প্রস্তুত করবে ঠিক তখনি হাটু টা ভাজ করে বলে দিতে পারেন “Will You marry me”.
নিচে দেখুন Greg নামের একজন এম্পায়ার ষ্টেট বিল্ডিং এর ১০৩ তলায় তার বন্ধুকে নিয়ে তারপর অনেকটা সারপ্রাইজ দিয়ে প্রপোজ করেছে। ইন্টারেষ্টিং না?
২/ তাকে নিয়ে একটা সারপ্রাইজ পার্টি দিতে পারেন। সে যদি শিশুদের পছন্দ করে তাহলে তার কোনো প্রিয় দিনে হতে পারে জন্মদিন, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশীপ ডে ইত্যাদি। আগে থেকে কিছু পথশিশুদের ঠিক করে রাখুন। ওদের নিয়ে রাস্তার সাইডে অথবা কোনো পার্কে একটু মজা করার সময় ছোটো ছোটো কিছু কাগজে ওরা আপনার বলে দেয়া কথাটা লিখে আপনার পছন্দের মানুষটিকে জানিয়ে দিবে। আর আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকানোর কাজটি সেরে ফেলতে পারেন।
৩/ কোনো রাতে তাকে নিয়ে DJ পার্টিতে যেতে পারেন। সেখানের মাইকটি নিয়ে ছোটো খাটো করে দুটো লাইন গেয়ে ফেলুন আর সাথে প্রপোজটুকু। এতে আপনার “সে” কিন্তু অনেকটা সারপ্রাইজ হবে। আর আশে পাশের বন্ধু গুলোও কিন্তু আপনাদের অভিনন্দন জানাতে থাকবে। পুরো পার্টিটি হয়ত আপনাদের ভালোবাসাময় হয়ে যাবে।
৪/ যেকোনো একজন skywriter কে ভাড়া করতে পারেন। কোনো একরাতে তার বাসার পাশের আকাশে ছোটো করে আপনার প্রপোজ টুকু উঠে যাবে।
৫/ যেকোনো এফএমরেডিও কে রিকোয়েষ্ট করতে পারেন। পুরো অন এয়ারে যখন আপনার এবং আপনারে “তার” নাম ধরে প্রপোজ বাক্যটি প্রচার করা হবে তখন কিন্তু অসাধারন অনূভূতি হবে। যাকে প্রপোজ করবেন তাকে আগে থেকেই চ্যানেলটি টিউন করে রাখতে বলতে পারেন।
আইডিয়া গুলো অনেকটা আঝাইরা তাই না? এটাইতো ভাবছেন। সব সময় মনে রাখবেন একটা মেয়ের সবসময় ফ্যান্টাসি থাকে যে তাকে প্রপোজ করবে যে যেন এমন ভাবে তার ভালোবাসার কথাটি বলে যাতে সে পুরো অবাক হয়ে যায়। এবং প্রাচীন ধ্যান ধারনা থেকে নতুন ভাবে প্রপোজ করাটি কিন্তু একেবারে খারাপ না তাইনা?