৮ জিবি ৪০ টাকায় নিন এবার আপনার জিপি বন্ধ সিমে।



যারা তাদের জিপি সিম ৩ মাস ধরে ব্যবহার করেনি তারা এই অফার পাবে। অফার পাবে কিনা তা চেক করতে ম্যাসেজ লিখুন এই নিয়মে

"BHK<>gp off sim number" এবং পাঠাতে হবে ৯৯৯৯ নাম্বারে। ফিরতি এসএমএস এ জানিয়ে দেয়া হবে আপনি পাবেন কিনা।

অফার নিতে ডায়াল করেন *১১১*৯০# তাহলে ১০ টাকাই পুরা ২ জিবি পাবেন। ৪ বারে ৮ জিবি পাবেন।

টাকা রেখে ডায়াল করবেন। তা না হলে পুরা ৮ জিবি পাবেন না অর্থাৎ ৪ বারের বেশি আপনি ডায়াল করতে পারবেন না।  টাকা না রেখে ডায়াল করলে অইবারের ২ জিবি পাবেন না। তাই আমি সাজেস্ট করব ৪০ টাকা রেখে ৪ বার ডায়াল করার জন্য। এক বার ডায়াল এর পর এম্বি আসার পর আরেকবার ডায়াল করবেন।

Share this

Related Posts

Previous
Next Post »