ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারছেন না? দেখেনিন কিছু কৌশল।


ভালোবাসার কথা মুখ ফুটে বলেতে পারেনা অনেকেই।হয়তো আপনিও তাদের দলে।একজনকে প্রচন্ড ভালোবাসেন কিন্তু ভালোবাসার কথা তাকে বলতে গেলেই রাজ্যের সব জড়তা আপনার উপর ভর করে।



হয়তো সেও আপনাকে ভালোবাসে।আর আপনার প্রপোজালের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে।কিন্তু দুজনার এই নীরবতা শেষ করে দিতে পারে আপনাদের সম্ভাবনাময় পবিত্র ভালোবাসাকে।



তাই সব জড়তা আর ভয় দুর করে আজকেই তাকে ভালোবাসার কথা জানিয়ে দিন।দেখেনিন ভালোবাসার কথা জানানোর বিশেষ কিছু কৌশল।



» মনে কোনো ভয় বা সংশয় না রেখেই সরাসরি তাকে মনের কথাটি বলে দিন। সে আপনার প্রস্তাব গ্রহণ করুক বা নাই করুক সেটি কোনো বিষয় নয়। তবে তার সম্পর্কে আপনার মনে যে ভাল লাগা বা সুন্দর অনুভূতি রয়েছে সেগুলি তার সামনে প্রকাশ করুন। আপনি যদি সরাসরি বলতে সক্ষম হন তাহলে আপনি উপকৃত হবেন এবং আপনার মনে শান্তি থাকবে।



» আপনার কোনো বন্ধুকে আপনার মনের কথা বলুন যাতে সে আপনার হয়ে তাকে আপনার মনের কথা বলে দিতে পারে। তবে একটি বিষয় ভেবে নিবেন আপনার ক্ষতি করতে পারে এমন কোনো বন্ধুকে আপনার মনের কথা বলবেন না।



» আপনি যদি তাকে সরাসরি বলতে না পারেন তাহলে তাকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনি তাকে কিছু একটি বলতে চাচ্ছেন বা তার সম্পর্কে আপনার মনে কোনো অনুভূতি কাজ করছে। আপনি যদি তাকে আপনার অনুভূতি সম্পর্কে তাকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন তাহলে সেও আপনাকে তার মনের আসল কথাটি বলে দিবে।



» মনের ভাষা প্রকাশের জন্য চিঠির আবেদনই আলাদা। চিঠি এখন বিলুপ্তপ্রায় হলেও আপনি একটু রোমান্টিক হয়েই নাহয় লিখে ফেলুন একটি চিঠি। আর তারপরে পৌঁছে দিন প্রিয়জনের ঠিকানায়। এবার সে আপনার আহবানে সাড়া দিতেও পারে!



বলেদিন প্রিয় মানুফটিকে ভালোবাসার কথা আর গড়ে তুলুন আপনাদের নতুন ভালোবাসার সম্পর্ক।আপনার জন্য রইলো আমাদের অনেক অনেক শুভকামনা।

Share this

Related Posts

Previous
Next Post »