ভালোবাসা ধীর্ঘস্থায়ী করতে যা কিরতে পারেন।


ভালোবাসা একটি অনুভূতির নাম।সবাই ভালোবাসা নামক সম্পর্কটা গড়তে পারে।কিন্তু এই ভালোবাসা নামক সম্পর্কটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখতে কজনে পারে?অনেক ভালোবাসায় সত্যতা থাকলেও দীর্ঘস্থায়ী হয়না।

চলুন তাহলে দেখেই নেয়া যাক কিভাবে ভালোবাসা দীর্ঘস্থায়ী করা যায়।
১ কৃত্রিম কোনো কিছুই করবেন না।
আজ ওর কাছে যাবেন, তাই খুব সাজগোজ করতে হবে, সাজানো কিছু কথা বলতে হবে, তা নয়। আপনি যা, তা আপনার বন্ধুকে জানতে দিন। এ জন্য পারলারে যাওয়ার দরকার নেই। সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে, তাহলে অতি সাধারণ পোশাক, মিষ্টি হাসি ওর কাছে অসাধারণ লাগবেই। সরলতা আপনার সঙ্গীকে আরও কাছে টেনে আনবে।

২ সচেতন থাকুন।
নিজের দুর্বলতা সম্পর্কে নিজে সচেতন থাকুন, কিন্তু খুব কাছের বন্ধু হিসেবে ওকে সবকিছু জানতে দিন। তাহলে সেও তার নিজের দুর্বলতাগুলো আপনার কাছে মেলে ধরবে। এভাবেই সম্পর্ক ঘনিষ্ঠতর হয়।

৩ সন্দেহবাতিকে পড়বেন না।
আপনি যদি সব সময় আপনাদের সম্পর্ক নিয়ে কেবল দুর্ভাবনায় থাকেন, তার প্রতিফলন ঘটবে সব কাজে ও কথায়। এটা আপনার সঙ্গীকে দূরে সরিয়ে দেবে। একে অপরের প্রতি মর্যাদা প্রেমের একটি অন্যতম শর্ত। ও কি আমাকে সত্যিই ভালোবাসে—এ রকম প্রশ্ন একদম প্রশ্রয় দেবেন না। কারণ, কিছু প্রাথমিক শর্ত পূরণ না হলে তো আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক হতো না।

৪ সঙ্গীর পাশে থাকুন।
মনে রাখবেন, প্রেম হলো এক অর্থে দুই স্নায়ুতন্ত্রের (নার্ভাস সিস্টেম) মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। জীবনে নানা ঘটনার ঘাত-প্রতিঘাত থাকে। সেই সংকটের মুহূর্তে দৃঢ়তা নিয়ে আপনার সঙ্গীর পাশে দাঁড়ান। এটা সম্পর্ক দৃঢ়তর করার এক পরীক্ষা।

৫ তাকে নিজের মত গড়ে তোলার চেষ্টা করবেন না।
নিজের মতো করে আপনার ভালোবাসার মানুষটিকে গড়ে তোলার চেষ্টা করবেন না। এতে প্রেমের আবেগে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রত্যেক মানুষেরই থাকে নিজস্ব ব্যক্তিত্ব। নিজের আলাদা কিছু চিন্তাভাবনা। ভালো লাগার বিষয়। ব্যক্তিস্বাতন্ত্র্যের বৈচিত্র্যকে মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে।

ভালোবাসা দীর্ঘস্থায়ী করাটা খুব কঠিন কাজ।তবে দুটি মন যখন এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী করার চুক্তি করতে পারে তখন এটি খুব সহজ হয়ে যায়।

Share this

Related Posts

Previous
Next Post »