নিরাপত্তা বাড়াতে নয়া পদ্ধতিতে ফেসবুকের অ্যাপ পরীক্ষার উদ্যেগ


সামাজিকগমাধ্যম ফেসবুক প্রতিনিয়ত নানা পরিবর্তন আনছে ফেসবুকে। এ কারণে ফেসবুকের অ্যাপগুলোও নানাভাবে ব্যবহার করা হচ্ছে। ব্যবহারকারীরা ফেসবুকের বিভিন্ন অংশ ঠিকভাবে কাজে লাগাতে পারছে কি না, এ বিষয়টি জানার জন্য ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি অ্যাপগুলো ভেঙে পরীক্ষা করেছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।


সাম্প্রতিক এক রিপোর্টে ফেসবুকের এ অ্যাপগুলো পরীক্ষার নতুন পদ্ধতির কথা জানা যায়। এর আওতায় প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অ্যাপের নন-ফাংশনাল ভার্সন ব্যবহার করে। এরপর ব্যবহারকারীরা এটি কিভাবে ব্যবহার করে তা দেখা হয়।
ফেসবুক অ্যাপটি ভেঙে ব্যবহারকারীদের বিভিন্ন বিষয় পরীক্ষা করে। এতে ব্যবহারকারীরা তা ব্যবহার করছে কি না, তাও জানা সম্ভব হয়। এতে দেখা যায়, অ্যাপটি ভেঙে দেওয়ার পরও ব্যবহারকারীরা তা ব্যবহার করে।

মূলত নতুন পরীক্ষাটি করা হচ্ছে গুগলের নির্ভরশীলতা কমানোর উপায় অনুসন্ধানে। গুগল প্লে স্টোর যদি অ্যাপটি ডিস্ট্রিবিউশনে কোনো সমস্যা করে তাহলে তা কিভাবে চালু রাখা যায় এ উপায় খোঁজা হচ্ছে।

এক্ষেত্রে অ্যাপটির কোনো সমস্যা হলে ব্যবহারকারীরা ফেসবুক থেকে চলে যাবে নাকি অন্য কোনো উপায়ে ফেসবুক ব্যবহার করবে এ বিষয়টি জানার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে এক্ষেত্রে অভিজ্ঞতা খুব একটা খারাপ নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাপ ভেঙে গেলে কিংবা কাজের অনুপযোগী হয়ে গেলেও ব্যবহারকারীরা মোবাইল ভার্সনের মাধ্যমে কিংবা অন্য কোনো উপায়ে ফেসবুক ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন বলে জানা গেছে।

তবে ফেসবুকের এ পরীক্ষা খুব সামান্য ব্যবহারকারীদের ওপরই করা হয়েছে। এছাড়া এ পরীক্ষায় ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হবে না বলেও জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এর আগেও ফেসবুক ব্যবহারকারীদের ওপর নানা পরীক্ষা-নিরীক্ষা করে। এসব পরীক্ষার আগে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

Share this

Related Posts

Previous
Next Post »