জীবন্ত পাথর


Racetrack Playa যায়গাটি একটি রহস্যময় যায়গা । এটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে অবস্থিত ।সমুদ্রপৃষ্ঠ থেকে যায়গাটির উচ্চতা ৩৬০৮ (১১০৩ মিটার) ফুট । পুরো যায়গাটির আয়তন লম্বায় ২.৮ মাইল(৪.৫ কি.মি) এবং চওড়ায় ১.৩ মাইল(২.১ কি.মি )

 

।এলাকাটিকে বলা যেতে পারে জনমানবহীন এক বৈচিত্রময় জায়গা। সচরাচর অন্য প্রানীও দেখা যায় না এখানে। সাধারনত মরু বা পাহাড়ী এলাকায় এখানে সেখানে ছোট বড় পাথর খন্ড দেখা যায় । আর পাথর তো জড় বস্তু , সেটা যেখানে পড়ে থাকবে বছরের পর বছর সেখানে পড়ে থাকবে ।কিন্তু কথা হচ্ছে  এই উপত্যকার রহস্যময় পাথরগুলি কোন এক অজানা কারনে তার স্হান পরিবর্তন করে বয়ে চলে। ধারনা করা হচ্ছে, পাথরগুলি প্রতি ২-৩ বছর পর পর অগ্রসর হয় রহস্য আরও ঘনিভূত হওয়ার প্রধান কারন হচ্ছে,
• বিস্তৃত এলাকা জনমানবহীন।
• এখানে বন্যা হয় না।
• এখানে এতো গতিবেগে বাতাস প্রবাহিত হয় না যে ভারি এই পাথরগুলির স্হান পরিবর্তনে সহায়ক হবে।



এই ঘটনার কারন হিসেবে কিছু গবেষকদের মতে, মাটি যখন কর্দমাক্ত থাকে এবং বরফ পড়ে পিচ্ছিল হয় তখন বাতাসের ধাক্কায় পাথরগুলি স্হান পরিবর্তন করতে পারে। শেষ পর্যন্ত এই যুক্তিও গ্রহনযোগ্যতা পাইনি। কারন পাথরগুলি স্হান পরিবর্তন করে গ্রীষ্মকালে যখন মাটি একেবারে শুকনো থাকে এবং বরফও পড়ে না। তাছাড়া পাথরগুলি একই রাস্তায় চলে না। প্রতিটি পাথরের চলার পথ সম্পূর্ন ভিন্ন বা আলাদা।

Share this

Related Posts

Previous
Next Post »