রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. শাহ জালাল (৩৫) ও সালমা আক্তার (১৪)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু সদর উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকার এদুটি ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জা ইউনিয়নে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। লংগদু সদর উপজেলার ঝর্ণার টিলা এলাকার মাঠে ধানের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হন শাহ জালাল। অন্যদিকে কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকার সালমা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনার সত্যতা স্বীকার করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, বজ্রপাতে দু’জনে মৃত্যুর খবর শুনেছি। বর্তমানে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে।
সুত্রঃ পার্বত্য নিউজ