এ সমস্যা অনেকেরই হচ্ছে। আবার অনেকে বুঝতে পারছেন না তাঁর সিমটি আদৌ সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। তবে এসব বিষয়ে ঘরে বসেই জানা সম্ভব সিমটি সত্যিই নিবন্ধিত হয়েছে কিনা। নিচে প্রত্যেক অপারেটরের এ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া হলো –
গ্রামীণফোন
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
বাংলালিংক
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে : ইউর কানেকশন হ্যাভ অলরেডি বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন (তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক।
রবি
*1600*1# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
এয়ারটেল
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
তবে টেলিটক ও সিটসেলের সিম নিবন্ধনের পদ্ধতি জানার কোন পদ্ধতি ঘোষণা করেনি।
সুত্রঃ প্রিয় টেক