সিম নিবন্ধন বিরোধীরা সবাই বিএনপি-জামায়াত_তারানা হালিম।



বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিপক্ষে অপপ্রচার চালানোর ক্ষেত্রে  জামাত-শিবির ও বিএনপিকে দায়ী করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরাও সুবিধা লাভের জন্য এ পদ্ধতির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।



জাতীয় প্রেসক্লাব থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিমের রি-রেজিস্ট্রেশনের রোড শো উদ্বোধনী অনুষ্ঠানের এক বক্তব্যে প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।

রোড শোর উদ্বোধনী বক্তব্যে তারানা হালিম বলেন, 'আমাদের দেশের প্রতিটি সুনাগরিকই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পক্ষে। কিন্তু এর বিরোধীতা করছে শুধু জামায়াত-শিবির, বিএনপি এবং অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা । কারণ তারা দেশবিরোধী শক্তি। এ শক্তি কখনোই দেশের ও দেশের মানুষের ভালো চায়নি। আমরা সবসময় ভালোর পক্ষে এবং এ পক্ষ হয়েই কাজ করে যাবো।'

এছাড়াও বক্তব্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে যদি কোনও রিটেইলার অর্থ দাবি করে তাহলে তাকে তৎক্ষনাত পুলিশের কাছে ধরিয়ে দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সিম নিবন্ধনে অর্থগ্রহণ বা কোন প্রকার হয়রানির শিকার হলে সে বিষযে অভিযোগ জানাতে বিটিআরসির ২৮৭২ নম্বরে কল করতেও সবাইকে উৎসাহী করেন প্রতিমন্ত্রী।
সুত্রঃ ২৪ নিউজ পেপার।

Share this

Related Posts

Previous
Next Post »