হজ্জ বিষয়ক সাধারণ জ্ঞান।



০১. প্রশ্নঃ হাজ্জ ইসলামের কয় নম্বর রুকন?
উত্তরঃ ৫ নম্বর।
০২. প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্‌ সূরার কত নং আয়াতে হাজ্জ ফরযের কথা উল্লেখ হয়েছে?
উত্তরঃ সূরা আলে ইমরান ৯৭ নং আয়াত।
০৩. প্রশ্নঃ কত হিজরী সনে হাজ্জ ফরয হয়?
উত্তরঃ ৯ম অথবা ১০ হিজরী।
০৪. প্রশ্নঃ হাজ্জ কত প্রকার ও কি কি?
উত্তরঃ হাজ্জ তিন প্রকারঃ তামাত্তু, ক্বিরাণ ও ইফরাদ।
০৫.প্রশ্নঃ কোন হাজ্জে কুরবানী আবশ্যক নয়?
উত্তরঃ ইফরাদ হাজ্জে।
০৬. প্রশ্নঃ তামাত্তু হজ্জ কাকে বলে?
উত্তরঃ প্রথমে ওমরা তারপর হাজ্জ- আলাদা আলাদা ইহরামে করাকে তামাত্তু হাজ্জ বলে।
০৭ প্রশ্নঃ ক্বিরাণ হাজ্জ কাকে বলে?
উত্তরঃ একই ইহরামে হাজ্জ ও ওমরা করাকে।

০৯. প্রশ্নঃ ইফরাদ হাজ্জ কাকে বলে?
উত্তরঃ ওমরা না করে শুধু হাজ্জ করাকে।
১০. প্রশ্নঃ ইহরামের উদ্দেশ্যে গোসল করার হুকুম কি?
উত্তরঃ সুন্নাত।
১১. প্রশ্নঃ শুধুমাত্র ইহরামের নিয়তে দুরাকাত নামায আদায় করার হুকুম কি?
উত্তরঃ বিদআত।
১২. প্রশ্নঃ ইহরাম অবস্থায় ইজতেবা কাকে বলে?
উত্তরঃ ইহরামের কাপড়কে ডান বগলের নীচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর রাখা এবং ডান কাঁধ খোলা রাখা।
১৩.প্রশ্নঃ হাজ্জ-ওমরার জন্য ইহরাম বাঁধার বিধান কী?
উত্তরঃ রুকন।
১৪. প্রশ্নঃ মীক্বাত বলতে কি বুঝায়?
উত্তরঃ হাজ্জ-ওমরার উদ্দেশ্যে যে স্থান থেকে ইহরাম বাঁধতে হয় তাকে মীক্বাত বলে।
১৫.প্রশ্নঃ ইহরামের কাপড় দুটি সাদা হওয়ার বিধান কি?
উত্তরঃ সুন্নাত।
১৬. প্রশ্নঃ ইজতেবা কখন করা সুন্নাত?
উত্তরঃ তওয়াফ শুরু করার সময়।
১৭. প্রশ্নঃ ইহরাম অবস্থায় কোন কাজটি হারামঃ আতর ব্যবাহার করা? গোসল করা? মেসওয়াক করা?
উত্তরঃ আতর ব্যবহার।
১৮ প্রশ্নঃ ইহরাম অবস্থায় কোন কাজটি হারামঃ শরীর চুলকানো/ মাথা আঁচড়ানো/, মাথা ঢাকা?
উত্তরঃ মাথা ঢাকা।
১৯. প্রশ্নঃ ইহরাম অবস্থায় হারামঃ সেলাই করা কাপড় পরা/ সেলাই বিহীন রঙ্গিন কাপড় পরা/, গামছা ব্যবহার করা?
উত্তরঃ সেলাই করা কাপড় পরা।
২০. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ যমযম পানি পান/ সাফা-মারওয়া সাঈ/ কঙ্কর নিক্ষেপ?
উত্তরঃ সাফা-মারওয়া সাঈ।
২১. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ আরাফাতে অবস্থান/, মুযদালিফায় অবস্থান/, মাথা মুন্ডন/?
উত্তরঃ আরাফাতে অবস্থান।
২২. প্রশ্নঃ হাজ্জের রুকন হচ্ছেঃ হজরে আসওয়াদ চুম্বরন করা/, তওয়াফ/, মাক্বামে ইবরাহীমে নামায আদায়?
উত্তরঃ তওয়াফ।
২৩. প্রশ্নঃ কাবা ঘরের গিলাফ ধরে দুআ করাঃ ওয়াজিব/ সুন্নাত/ বিদআত?
উত্তরঃ বিদআত।
২৪. প্রশ্নঃ ৮ জিলহাজ্জ মিনায় অবস্থান করাঃ রুকন/, ওয়াজিব/, সুন্নত?
উত্তরঃ সুন্নাত।
২৫. প্রশ্নঃ হাজ্জের ওয়াজিব হচ্ছেঃ মুযদালিফায় রাত কাটানো/, মুযদালিফায় পাথর কুড়ানো/, মুযদালিফায় সারা রাত ইবাদত করা?
উত্তরঃ মুযদালিফায় রাত কাটানো।
২৬. প্রশ্নঃ কোন সময়ের তওয়াফে রমল করতে হয়? তওয়াফে কুদূমে, হাজ্জের তওয়াফে, বিদায়ী তওয়াফে?
উত্তরঃ তওয়াফে কুদূমে।
২৭. প্রশ্নঃ তওয়াফে রমল করা বলতে কি বুঝায়?
উত্তরঃ ছোট ছোট কদম ফেলে দ্রুত হাঁটার চেষ্টা করা।
২৮. প্রশ্নঃ কয় চক্করে রমল করতে হয়?
উত্তরঃ প্রথম তিন চক্করে।
২৯. প্রশ্নঃ রুকনে ইয়ামানীকে (স্পর্শ করা, চুম্বন করা, কোনটাই না করা) সুন্নাত।
উত্তরঃ স্পর্শ করা সুন্নাত।
৩০. প্রশ্নঃ আরাফাতে যোহর-আসর নামায একত্রে যোহরের সময় আদায় করাঃ (সুন্নাত/, বিদয়াত/, ওয়াজিব)?
উত্তরঃ সুন্নাত।
৩১. প্রশ্নঃ ১০ তারিখে কঙ্কর মারতে হবেঃ তিনটি জামরাতে/, বড় জামরাতে/, দুটি জামরাতে?
উত্তরঃ বড় জামরাতে।
৩২. প্রশ্নঃ জিলহজ্জের ১০ তারিখে বড় জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়?
উত্তরঃ সে দিন সূর্যোদয়ের পর থেকে।
৩৩. প্রশ্নঃ জিলহজ্জের ১১, ১২ তারিখ কয়টি জামরাতে কঙ্কর মারতে হয়?
উত্তরঃ ৩টি জামরাতে।
৩৪. প্রশ্নঃ জিলহজ্জের ১১, ১২ তারিখ জামরাতে কঙ্কর মারার সময় কখন থেকে শুরু হয়?
উত্তরঃ পশ্চিমাকাশে সূর্য ঢলার পর।
৩৫.প্রশ্নঃ মিনাতে কয় রাত থাকা ওয়াজিব?
উত্তরঃ ২ রাত। (১০ ও ১১ তারিখ দিবাগত রাত)
৩৬. প্রশ্নঃ বিদায়ী তওয়াফ করার আগে কোন নারী ঋতুবতী হয়ে পড়লে তাকে বিদায়ী তওয়াফ করতে হবে না। সত্য না মিথ্যা?
উত্তরঃ সত্য।
৩৭. প্রশ্নঃ হজ্জের রুকন কয়টি ও কি কি?
উত্তরঃ ৪টি। ইহরাম, তওয়াফ, সাঈ, আরাফাতে অবস্থান।
৩৮. প্রশ্নঃ ওমরার রুকন কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি। ইহরাম, তওয়াফ ও সাঈ।
৩৯. প্রশ্নঃ ওমরার ওয়াজিব কয়টি ও কি কি?
উত্তরঃ ২টি। মীকাত থেকে ইহরাম বাঁধা ও মাথার চুল মুন্ডন করা বা ছোট করা।
৪০. প্রশ্নঃ রুকন বলতে কি বুঝায়?
উত্তরঃ যে সমস্ত কাজের মধ্যে কোন একটি বাদ পড়লে হজ্জ বা ওমরা হবে না তাকে রুকন বলে।
৪১. প্রশ্নঃ মিনায় রাত না কাটালেও হজ্জ হয়ে যাবে। কথাটি ঠিক না বেঠিক? বেঠিক হলে করণীয় কি?
উত্তরঃ বেঠিক। করণীয় হচ্ছেঃ ফিদ্‌ইয়া হিসেবে একটি ছাগল যবেহ করতে হবে।
৪২. প্রশ্নঃ তওয়াফে ইফাযা কাকে বলে?
উত্তরঃ আরাফাত থেকে ফেরত আসার পর যে তওয়াফ করতে হয় তাকে তওয়াফে এফাযা বলে।
৪৩. প্রশ্নঃ বিদায়ী তওয়াফ করাঃ রুকন/, সুন্নাত/, ওয়াজিব?
উত্তরঃ ওয়াজিব।
৪৪. প্রশ্নঃ মদীনা যিয়ারত করা হজ্জেরঃ সুন্নাত, ওয়াজিব, কোনটাই নয়?
উত্তরঃ কোনটাই নয়।
৪৫. প্রশ্নঃ মদীনা আগমনের পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কবর যিয়ারত করাঃ ওয়াজিব/, ফরয/, মুস্তাহাব|
উত্তরঃ মুস্তাহাব।
৪৬. প্রশ্নঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কবর যিয়ারতের নিয়তে মদীনা সফর করাঃ ওয়াজিব/, বিদআত/, মুস্তাহাব|
উত্তরঃ বিদআত।
৪৭. প্রশ্নঃ মদীনা সফর করার জন্যে কি নিয়ত করতে হবে?
উত্তরঃ মসজিদে নববীতে সালাত আদায় করার নিয়তে সফর করতে হবে।

Share this

Related Posts

Previous
Next Post »