বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে ২৮ পুলিশ আহত

বরিশাল সদরে ট্রাকের সঙ্গে পুলিশ বাসের সংঘর্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২৮ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলা আর্মড পুলিশের এএসপি আসাদুজ্জামান জানান।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএসপি আসাদুজ্জামান বলেন, বরিশাল থেকে ৯০ জন পুলিশ সদস্যকে নিয়ে দুটি বাস সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল।
“গরিয়ার পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৮ জন আহত হন। তবে সবাই আশঙ্কামুক্ত।”
ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
সুত্রঃ বিডিনিউজ২৪

Share this

Related Posts

Previous
Next Post »