প্রবাসীদের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা এক বছর বাড়াতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ইতোমধ্যে বিটিআরসিসহ দেশের সবকটি মোবাইল অপারেটর কোম্পানিকে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। নির্দেশনাতে বর্তমানে যারা বিদেশে অবস্থান করছেন তাদের সিম নিবন্ধনের সময়সীমা আরো এক বছর বাড়ানোর কথা বলা হয়েছে।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবে মোবাইল অপারেটর এয়ারটেল আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন বিষয়ে এক সচেতনতা র্যালির উদ্বোধন অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রবাসীদের সিম নিবন্ধনের ক্ষেত্রে আরো এক বছর বর্ধিত করার বিষয়টি এক প্রকার নিশ্চিত করেই জানিয়েছেন।
এ ছাড়াও বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জনসাধারণের উৎসাহকে সাধুবাদ জানিয়ে তারানা হালিম বলেন, 'প্রথমে বিষয়টির প্রতি অনেকের অনীহা থাকলেও নিরাপত্তার কারণে পরে সবাই নিজ দায়িত্বে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অংশ নিচ্ছেন। এর জন্য দেশবাসীকে অনেকে ধন্যবাদ।'
গত দুই সপ্তাহে এ পদ্ধতিতে সিম নিবন্ধনে দারুণ সাড়া পড়েছে গ্রাহকদের মধ্যে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুপাতে দেশে ১৩ কোটির সিমহোল্ডারের মধ্যে প্রায় ৭ কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করা হয়ে গেছে। চলতি সপ্তাহে যা দশ কোটিতে উন্নীত হয়েছে বলেও জানা গেছে। তাই আগামী ত্রিশ তারিখের আগেই দেশের সব মোবাইল সিম ব্যবহারকারীরা সিম নিবন্ধনের আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
সুত্রঃ বাংলা মেইল২৪