দেশে চালু হলো ক্যাবলহীন স্যাটেলাইট টিভি


প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য চালু হলো ক্যাবল ছাড়া স্যাটেলাইট টিভি দেখার সুবিধা। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে চালু করা হয়েছে সেবাটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে ‘রিয়েল আইভিইউ’।

 এখন থেকে গ্রাহকরা চাইলে অনুমোদিত পার্টনারদের কাছ থেকে এই সেবাটি নিতে পারবেন।



প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাবলহীন স্যাটেলাইট চ্যানেল দেখার সেবাটি নিতে চাইলে আগ্রহীদের প্রথমে ‘রিয়েল আইভিইউ’ সেট-টপ বক্স ও ডিশ অ্যান্টেনাটি চার হাজার ৪৯৯ টাকা দিয়ে কিনে নিতে হবে। যাতে দুই বছরের ওয়ারেন্টি সেবাও দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও ‘রিয়েল আইভিইউ’ এর মাসিক সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে ৩০০ টাকা (ভ্যাট সহ)। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে, বিল পরিশোধের জন্য স্ক্র্যাচ কার্ড, মোবাইল পেমেন্ট অর্থাৎ বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, শিওরক্যাশ, ইউক্যাশ ইত্যাদির সুবিধা রাখা হয়েছে। এছাড়াও ব্যাংক কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যাবে ।

দেশের গ্রাহকের জন্য নতুন এই সেবাটি সম্পর্কে বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি বলেন, এ প্রযুক্তিটি দিয়ে গ্রাহকরা ১০৫ টি চ্যানেল কোন রকম ঝামেলা ছাড়াই দেখতে পারবেন। ঝকঝকে ছবির পাশাপাশি পাওয়া যাবে পরিস্কার শব্দ। এছাড়াও থাকছে অনুষ্ঠান রেকর্ড করে রাখা এবং স্মার্ট ইলেকট্রনিক প্রোগ্রামের সুবিধা।

'রিয়েল আইভিইউ’ সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট www.realvubd.com এবং easy.com.bd প্রবেশ করতে পারেন।

Share this

Related Posts

Previous
Next Post »