ভূমিকম্পন কি ? কিভাবে এরসৃষ্টি ? কিভাবে কাজ করে ?এর থেকে বাঁচার উপায়

ভূমিকম্পের সময় কী করবেন,
কী করবেন না
ভূমিকম্পের সময় কী ধরণের
সতর্কতামূলক ব্যবস্থা নেয়া উচিত?
কী করা উচিত নয়? প্রকৃতিকে
নিয়ন্ত্রণের ক্ষমতা মানুষের
কাছে নেই। কিন্তু, মানুষ সতর্ক
হতে পারে। আর সেই সতর্কতাই
অবলম্বন করা
উচিত সবার।
১. বাড়ির ভেতরে থাকলে
টেবিল বা খাটের তলায় আশ্রয় নিন
২. কোনও মজবুত আসবাব
থাকলে শক্ত করে ধরে থাকুন
৩. বাড়ির কোনো কোণে
আশ্রয় নিন
৪. হাত দিয়ে মাথা নিচু করে বসে
থাকুন
৫. ধ্বংসস্তূপে আটকে পড়লে
চোখ-মুখ ঢেকে রাখুন
৬. ধ্বংসস্তূপে আটকে পড়লে
মুখে আওয়াজ করে দৃষ্টি
আকর্ষণ করুন
ভূমিকম্পের সময় কী করা উচিত
নয়-
১. বাড়ির বাইরে থাকলে গাছ বা
কোনো বহুতলের নিচে
দাঁড়াবেন না
২. বেশি নড়াচড়া করবেন না
৩. কোনো দেয়ালের কাছে
দাঁড়াবেন না
৪. গাড়িতে থাকলে ব্রিজে
উঠবেন না
এই ভিডিও টি দেখুন, এটি
দেখলে আপনি যা যা জানতে
পারবেন তা হলো
ভূমি কম্পন কি , কিভাবে ভূমি
কম্পের সৃষ্টি হয় , কিভাবে এর
ক্ষয় ক্ষতি থেকে বাঁচা যায়

Share this

Related Posts

Previous
Next Post »