জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

নগরীর পতেঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘বিমান রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সেলিম বাংলামেইলকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াতের নেতা কর্মীরা বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেল তিনটার দিকে পুলিশ গিয়ে রেস্টুরেন্টটি ঘিরে ফেলে। এসময় তল্লাশি চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে।’

আটককৃতদের যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
সুত্রঃ বাংলামেইল

Share this

Related Posts

Previous
Next Post »