আপনার ফেসবুক প্রোফাইলেরব্যাকআপ রাখবেন কিভাবে?

আপনি  হয়তো অনেক সময় মনে করেন,
ফেসবুক যদি বন্ধ হয়ে যায় বা আপনার আইডি হ্যাক হয়
তবে এতদিনের কষ্ট করে আপলোড করা ছবি,
পোস্ট, ভিডিও এগুলোর কি হবে? হুম আপনার ভাবনা
এখন ফেসবুক ও ভাবে, কিভাবে?
এখন চাইলেই আপনি আপনার সম্পূর্ণ ফেসবুক
প্রোফাইলের ব্যাকআপ রাখতে পারবেন। তো
চলুন দেখি কিভাবে কাজটি করবেন-
# প্রথমে আপনার প্রোফাইল লগইন করুন এবং
সেখান থেকে সেটিং অপশনে যান।
# “General Account Settings” এ যাবার পরে
দেখবেন ঠিক তার একেবারে নিচে দেখেবেন
লিখা আছে “Download a copy of your Facebook
data.”
# সেখানে ক্লিক করুন এবং পরবর্তী স্টেপ
ফলো করুন।
# এবার “Start My Activity” অপশনে ক্লিক করে
পুনরায় পাসওয়ার্ড দিন।
# এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার
অ্যাকাউন্টের সকল ডাটা ডাউনলোড করার জন্য
প্রস্তুত হবার সাথে সাথে ফেসবুক আপনাকে
মেইল করবে।
এইত কাজ শেষ, একবার মেইল পাবার সাথে সাথে
পুরো প্রোফাইল ডাউনলোড করে নিন।

Share this

Related Posts

Previous
Next Post »