দেশে চালু হলো ক্যাবলহীন স্যাটেলাইট টিভি

দেশে চালু হলো ক্যাবলহীন স্যাটেলাইট টিভি


প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য চালু হলো ক্যাবল ছাড়া স্যাটেলাইট টিভি দেখার সুবিধা। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে চালু করা হয়েছে সেবাটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে ‘রিয়েল আইভিইউ’। এখন থেকে গ্রাহকরা চাইলে অনুমোদিত পার্টনারদের কাছ থেকে এই সেবাটি নিতে পারবেন।



প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাবলহীন স্যাটেলাইট চ্যানেল দেখার সেবাটি নিতে চাইলে আগ্রহীদের প্রথমে ‘রিয়েল আইভিইউ’ সেট-টপ বক্স ও ডিশ অ্যান্টেনাটি চার হাজার ৪৯৯ টাকা দিয়ে কিনে নিতে হবে। যাতে দুই বছরের ওয়ারেন্টি সেবাও দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও ‘রিয়েল আইভিইউ’ এর মাসিক সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে ৩০০ টাকা (ভ্যাট সহ)। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে, বিল পরিশোধের জন্য স্ক্র্যাচ কার্ড, মোবাইল পেমেন্ট অর্থাৎ বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, শিওরক্যাশ, ইউক্যাশ ইত্যাদির সুবিধা রাখা হয়েছে। এছাড়াও ব্যাংক কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যাবে ।

দেশের গ্রাহকের জন্য নতুন এই সেবাটি সম্পর্কে বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি বলেন, এ প্রযুক্তিটি দিয়ে গ্রাহকরা ১০৫ টি চ্যানেল কোন রকম ঝামেলা ছাড়াই দেখতে পারবেন। ঝকঝকে ছবির পাশাপাশি পাওয়া যাবে পরিস্কার শব্দ। এছাড়াও থাকছে অনুষ্ঠান রেকর্ড করে রাখা এবং স্মার্ট ইলেকট্রনিক প্রোগ্রামের সুবিধা।

'রিয়েল আইভিইউ’ সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট www.realvubd.com এবং easy.com.bd প্রবেশ করতে পারেন।
সিম নিবন্ধন বিরোধীরা সবাই বিএনপি-জামায়াত_তারানা হালিম।

সিম নিবন্ধন বিরোধীরা সবাই বিএনপি-জামায়াত_তারানা হালিম।



বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিপক্ষে অপপ্রচার চালানোর ক্ষেত্রে  জামাত-শিবির ও বিএনপিকে দায়ী করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এছাড়া অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরাও সুবিধা লাভের জন্য এ পদ্ধতির বিরুদ্ধে কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।



জাতীয় প্রেসক্লাব থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিমের রি-রেজিস্ট্রেশনের রোড শো উদ্বোধনী অনুষ্ঠানের এক বক্তব্যে প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন।

রোড শোর উদ্বোধনী বক্তব্যে তারানা হালিম বলেন, 'আমাদের দেশের প্রতিটি সুনাগরিকই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের পক্ষে। কিন্তু এর বিরোধীতা করছে শুধু জামায়াত-শিবির, বিএনপি এবং অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা । কারণ তারা দেশবিরোধী শক্তি। এ শক্তি কখনোই দেশের ও দেশের মানুষের ভালো চায়নি। আমরা সবসময় ভালোর পক্ষে এবং এ পক্ষ হয়েই কাজ করে যাবো।'

এছাড়াও বক্তব্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে যদি কোনও রিটেইলার অর্থ দাবি করে তাহলে তাকে তৎক্ষনাত পুলিশের কাছে ধরিয়ে দেয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সিম নিবন্ধনে অর্থগ্রহণ বা কোন প্রকার হয়রানির শিকার হলে সে বিষযে অভিযোগ জানাতে বিটিআরসির ২৮৭২ নম্বরে কল করতেও সবাইকে উৎসাহী করেন প্রতিমন্ত্রী।
সুত্রঃ ২৪ নিউজ পেপার।
পৃথিবীর সবথেকে দ্রুতগামি বাইসাইকেল যেটাসর্বচ্চ ৮৫ মাইল প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে!

পৃথিবীর সবথেকে দ্রুতগামি বাইসাইকেল যেটাসর্বচ্চ ৮৫ মাইল প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে!


আপনি কত দ্রুত অর্থাৎ সর্বচ্চ কত দ্রুত গতিতে বাইসাইকেল চালাতে পারেন? খুব বেসি না কিন্তু আপনি কি জানেন সম্প্রতি নতুন একটি রেকর্ড করা হয়ছে যেখানে একটি বাইসাইকেল সর্বচ্চ ৮৫.৭১ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে সক্ষম হয়েছে।
কাজটি করে দেখিয়েছে কানাডার একদল তরুণ গবেষক। দীর্ঘদিন গবেষণার পর তারা এমন একি বাইসাইকেল তৈরি করতে সক্ষম হয়েছে যেটা আপনি সাধারন সাইকেলের মতন প্যাডেল করেই এই গতি তুলতে পারবেন।
নতুন এই বাইকটি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দ্বারা এবং এটির ওজন ৫৫ পাউন্ডের মতন। অন্যান্য বাইকের মতন এতিতেও প্যাডেল করার ব্যবস্থা আছে। তবে প্রথম দেখাতে আপনি কখনোই এরে একটি সাইকেল বলতে পারবেন না। দেখে মনে হবে কিসের জানি একটি বাক্স।
আবার চালক যখন সাইকেলের ভেতরে প্রবেশ করে তখন বাইরে থেকে এর ধাকনা লাগিয়ে দেয়া হয় এবং চালকের দেখার সুবিদার্থে তার থিক মাথার অপরে ডিসপ্লে সেট করা আছে। বাইসাইকেলটির ডিজাইন এতোটাই অ্যারোডাইনামিক করে করা জাতে করে এই খুব দ্রুত হাওয়া কাটিয়ে জেতে পারে।

ওয়াইফাই কানেকশন দিয়ে চার্জ দিন আপনারআন্ড্রয়েড মোবাইল।

ওয়াইফাই কানেকশন দিয়ে চার্জ দিন আপনারআন্ড্রয়েড মোবাইল।

আপনি
যদি স্মার্টফোন
ব্যবহার করেন তখন একটি বিষয় খেয়াল করলেই
দেখবেন যে স্মার্টফোন ওয়াইফাই চালু করে
রাখলে খুব দ্রুত মোবাইল চার্জ শেষ হয়ে যায়। এবং
এটি সত্যি অনেক মন খারাপ করে দেবার মতো বিষয়।
তবে শুখবর টা হচ্ছে এখন থেকে আপনি চাইলেই
ওয়াইফাই কানেশন ব্যবহারের মাধ্যমে সুধু নেট
ব্রাউজ না একই সাথে মোবাইল সহ যেকোনো
স্মার্টডিভাইস চার্জ করতে পারবেন।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কিছু গবেষকেরা এমন
আশার কথাই সুনিয়েছে কিছুদিন আগে। তারা বলছে
যে, আর কিছুদিনের ভেতরেই নতুন একটি প্রযুক্তি
আনতে চলেছে যেটার নাম “পাওয়ার ওভার ওয়াইফাই”
যেটি সর্বচ্চ ২৮ ফিট দুরুত্তের মধ্যে কাজ করবে।
এই উদ্ভাবনে নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা
হয়েছে যেটা রেডিও ফ্রিকোয়েন্সি কে ডিসি
বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে এবং আপনার
স্মার্টফোন কে চার্জ করে দিবে।
আশার কথা হচ্ছে নতুন এই প্রযুক্তিটি তারা ইতিমধ্যে
ল্যাবে টেস্ট করেছে এবং ১৭, ২০ এবং ২৮ ফিট
দুরুত্ত থেকে ডিভাইস গুলকে চার্জ করতে সক্ষম
হয়েছে। একই সাথে সহসাই তারা এই প্রযুক্তি বাজারে
ছাড়বে বলে জানিয়েছে।
নতুন এই প্রযুক্তিটির এখন মূল চ্যালেঞ্জ হল, কোন
রকম ইন্টারনেট কানেকশন এবং রাউটার পরিবর্তন না
করে কি করে এটিকে কাজ করানো যায়।
অপেক্ষায় রইলাম সেই দিনের, যখন আমরা একই
সাথে ওয়াইফাই দিয়ে হাই স্পীড নেট ও ব্যবহার
করবো আবার একই সাথে সেটির চার্জারেরও কাজ
করবে।
সূত্রঃ পপুলার সাইন্স

ফ্রেন্ড রিকুয়েস্ট বাতিল করবেন যেভাবে?

আসসালামু আলাইকুম।
আশাকরি সকলেই ভালো আছেন"
আসেন মুল কাজে,
অনেকে হয়তো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পাঠাতে বলতেই পারেন্না কয়জনকে রিকুয়েস্ট পাঠিয়েছেন?
আপনার রিকুয়েস্টের মধ্যে যার পছন্দ্ব হয়েছে হয়তো সে একচেপ্ট করেছে।
এখন কথা হচ্ছে যারা গ্রহন করেনি মানে আপনাকে ঝুলিয়ে রেখেছে তাদের দেখতে বা রিকুয়েস্ট বাতিল করতে এখানে ক্লিক করুন।

আপনার ফেসবুক প্রোফাইলেরব্যাকআপ রাখবেন কিভাবে?

আপনি  হয়তো অনেক সময় মনে করেন,
ফেসবুক যদি বন্ধ হয়ে যায় বা আপনার আইডি হ্যাক হয়
তবে এতদিনের কষ্ট করে আপলোড করা ছবি,
পোস্ট, ভিডিও এগুলোর কি হবে? হুম আপনার ভাবনা
এখন ফেসবুক ও ভাবে, কিভাবে?
এখন চাইলেই আপনি আপনার সম্পূর্ণ ফেসবুক
প্রোফাইলের ব্যাকআপ রাখতে পারবেন। তো
চলুন দেখি কিভাবে কাজটি করবেন-
# প্রথমে আপনার প্রোফাইল লগইন করুন এবং
সেখান থেকে সেটিং অপশনে যান।
# “General Account Settings” এ যাবার পরে
দেখবেন ঠিক তার একেবারে নিচে দেখেবেন
লিখা আছে “Download a copy of your Facebook
data.”
# সেখানে ক্লিক করুন এবং পরবর্তী স্টেপ
ফলো করুন।
# এবার “Start My Activity” অপশনে ক্লিক করে
পুনরায় পাসওয়ার্ড দিন।
# এখন কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার
অ্যাকাউন্টের সকল ডাটা ডাউনলোড করার জন্য
প্রস্তুত হবার সাথে সাথে ফেসবুক আপনাকে
মেইল করবে।
এইত কাজ শেষ, একবার মেইল পাবার সাথে সাথে
পুরো প্রোফাইল ডাউনলোড করে নিন।
সিম নিবন্ধনে এক বছর সময় পাবেন প্রবাসীরা

সিম নিবন্ধনে এক বছর সময় পাবেন প্রবাসীরা


প্রবাসীদের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়সীমা এক বছর বাড়াতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ইতোমধ্যে বিটিআরসিসহ দেশের সবকটি মোবাইল অপারেটর কোম্পানিকে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। নির্দেশনাতে বর্তমানে যারা বিদেশে অবস্থান করছেন তাদের সিম নিবন্ধনের সময়সীমা আরো এক বছর বাড়ানোর কথা বলা হয়েছে।



এছাড়াও জাতীয় প্রেসক্লাবে মোবাইল অপারেটর এয়ারটেল আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন বিষয়ে এক সচেতনতা র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রবাসীদের সিম নিবন্ধনের ক্ষেত্রে আরো এক বছর বর্ধিত করার বিষয়টি এক প্রকার নিশ্চিত করেই জানিয়েছেন।

এ ছাড়াও বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে জনসাধারণের উৎসাহকে সাধুবাদ জানিয়ে তারানা হালিম বলেন, 'প্রথমে বিষয়টির প্রতি অনেকের অনীহা থাকলেও নিরাপত্তার কারণে পরে সবাই নিজ দায়িত্বে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অংশ নিচ্ছেন। এর জন্য দেশবাসীকে অনেকে ধন্যবাদ।'

গত দুই সপ্তাহে এ পদ্ধতিতে সিম নিবন্ধনে দারুণ সাড়া পড়েছে গ্রাহকদের মধ্যে। গত সপ্তাহের পরিসংখ্যান অনুপাতে দেশে ১৩ কোটির সিমহোল্ডারের মধ্যে প্রায় ৭ কোটি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করা হয়ে গেছে। চলতি সপ্তাহে যা দশ কোটিতে উন্নীত হয়েছে বলেও জানা গেছে। তাই আগামী ত্রিশ তারিখের আগেই দেশের সব মোবাইল সিম ব্যবহারকারীরা সিম নিবন্ধনের আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

সুত্রঃ বাংলা মেইল২৪
জয়ের আড়াই হাজার কোটি টাকার উৎস কী?

জয়ের আড়াই হাজার কোটি টাকার উৎস কী?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পুত্রের (সজীব ওয়াজেদ জয়) একটি অ্যাকাউন্টেই আড়াই হাজার কোটি টাকা জমা আছে। এই টাকা কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী? বাংলাদেশের মানুষ তা জানতে চায়।’

শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর জাতীয় কনভেনশনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লিখিত বক্তব্যে খালেদা জিয়া বলেন, ‘কোনো শ্রেণি-পেশার মানুষ আজ ভালো নেই। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। অথচ তাদের উৎপাদন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। সীমিত আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের অবাধ লাইসেন্স দেয়া হলো। তারপরও ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন আজ অতিষ্ঠ। আজ যে সীমাহীন নির্যাতন ও লুটপাট চলছে বাংলাদেশের মানুষ এর আগে তা কখনো দেখেনি।’

তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতে এক মামলার রায় নিয়ে এখন আমাদের দেশে ব্যাপক আলোচনা চলছে। কী সে মামলা? এফবিআইয়ের (মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) একজন এজেন্টকে ঘুষ দিয়ে এক প্রবাসী বাংলাদেশি তরুণ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর পুত্রের ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছিল। সেই মামলার নথিতেই আছে, প্রধানমন্ত্রীর পুত্রের একটি অ্যাকাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ তিনশো মিলিয়ন ডলার জমা আছে।’

বিএনপি চেয়ারপারসন প্রশ্ন রেখে বলেন, ‘ওই অ্যাকাউন্টে এই টাকা কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী? এভাবে তাদের আরো কতো টাকা আছে, বাংলাদেশের মানুষ তা জানতে চায়?’

এ প্রসঙ্গে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ মনে করে, এই টাকা বাংলাদেশের জনগণের। এভাবে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত বিপুল টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। এ নিয়ে তদন্ত হওয়া উচিত। এ টাকা ফিরিয়ে আনা দরকার। কিন্তু এ টাকার ব্যাপারে সরকার নীরব।’

খালেদা জিয়া দাবি করে বলেন, ‘তারা এই টাকার কথা ধামাচাপা দিতে প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। এছাড়া কারারুদ্ধ (ভারপ্রাপ্ত) সম্পাদক মাহমুদুর রহমানকেও এই মামলায় জড়িয়ে রিমান্ডে নেয়া হয়েছে। মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তারা নাকি প্রধানমন্ত্রীর পুত্রকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করেছিলেন!’

তিনি দাবি করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের আদালতের রায়েই এ ধরনের অভিযোগকে নাকচ করে দেয়া হয়েছে। এভাবে মিথ্যা প্রচারণা, অত্যাচার ও নানা ইস্যু সৃষ্টি করে তারা তাদের অপরাধগুলো ঢেকে রাখতে চায়।জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতে চায়। এভাবে দেশ চলতে পারে না।’

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান ক্ষমতাসীনদের কোনো গণভিত্তি নেই। জনগণের মধ্যে তাদের কোনো সমর্থন নেই। তাই তারা অন্যের শক্তির ওপর ভর করে দেশের মানুষকে পদানত করে রাখতে চায়। কিন্তু এভাবে বেশিদিন চলা যায় না। আমি মনে করি, বর্তমান শাসকেরাও এইভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষের ওপর নির্ভর করুন। দেশের অভ্যন্তরে যে সঙ্কট সৃষ্টি করেছেন তা দেশের ভেতরেই আলাপ-আলোচনার পথে নিরসন করুন। সময় দ্রুত বয়ে যাচ্ছে। আর সময় ক্ষেপণের চেষ্টা করবেন না।’

এদিকে খালেদা জিয়া বিকেল ৪টা ৩৪ মিনিটে কনভেনশনস্থলে এসে উপস্থিত হলে মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা। ২০ দলীয় জোটনেত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। এর আগে, বিকেল ৪টা ১০ মিনিটে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওয়ানা হন খালেদা জিয়া।

জাগপার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ঢাবির শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, কলামিস্ট সঞ্জীব চৌধুরী, জাগপার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা রেহেনা প্রধান, সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল উদ্দিন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।
সুত্রঃ বাংলামেইল

জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

জামায়াতের ১৭ নেতাকর্মী আটক

নগরীর পতেঙ্গা এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘বিমান রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার এসআই সেলিম বাংলামেইলকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াতের নেতা কর্মীরা বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে বিকেল তিনটার দিকে পুলিশ গিয়ে রেস্টুরেন্টটি ঘিরে ফেলে। এসময় তল্লাশি চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে।’

আটককৃতদের যাচাই-বাছাই চলছে বলে জানান তিনি।
সুত্রঃ বাংলামেইল

যে সিম চলবে বিশ্বজুড়ে -চ্যাটসিম

যে সিম চলবে বিশ্বজুড়ে -চ্যাটসিম


বর্তমানে দেশে আঙ্গুলের ছাপে সিম নিবন্ধনের নতুন নিয়ম চালু হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে অনেকেই ইতোমধ্যে নিবন্ধন করে নিয়েছেন নিজের সিম। অন্যদিকে আঙ্গুলের ছাপ থাকায় অনেকেই এ পদ্ধতিতে সিম নিবন্ধনের বিপক্ষে মতামত দিচ্ছেন। ইতোমধ্যে আগামী ৩০ তারিখের মধ্যে সিম নিবন্ধন না করলে গ্রাহকের সিম বন্ধ করে দেয়ারও ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে যারা সিম নিবন্ধন করতে চান না, তারা পড়ে গেছেন দুশ্চিন্তায়।



আপনার এই দুশ্চিন্তা দূর করে দিতে পারে চ্যাটসিম- যা বিশ্বজুড়ে প্রায় সব দেশেই চলবে। তবে এই সিমের নির্দিষ্ট কোনো নম্বর থাকবে না। আপনার স্মার্টফোনে ইন্সটল করা চ্যাটিং বা মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো চলবে এই সিমে। এটা অবশ্য চ্যাটসিম নাম দেখেই হয়তো আপনি বুঝে গেছেন।

ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিশ্বের জনপ্রিয়তম প্রায় সব মেসেজিং অ্যাপ্লিকেশনগুলোই চলবে এই সিমে। আপনার কাজ কেবল সিমটি সংগ্রহ করা, সাধারণ সিমের মতো আপনার স্মার্টফোনে ইনসার্ট করা এবং চ্যাটসিমের যে কোনো একটা প্যাকেজ কেনা।

সিমটি কিনতে আপনার খরচ হবে ২৭০০ টাকা। এর মধ্যে এক হাজার টাকা পাবেন ফ্রি; এতে এক বছর আপনি চ্যাট অ্যাপের মূল সেবা আনলিমিটেড মেসেজিং পাবেন পুরোপুরি ফ্রি। তবে কল করার জন্য আলাদা আলাদা প্যাকেজ পরে কিনে নিতে পারবেন। সেই প্যাকেজগুলোর নাম মাল্টিমিডিয়া প্যাকেজ।

প্রতিটি মাল্টিমিডিয়া প্যাকেজের দাম ১০, ২৫ এবং ৫০ ইউরো। ১০ ইউরোর প্যাকেজে আপনি ৪০০ ছবি অথবা ৪০টি ছবি শেয়ার করতে পারবেন অথবা কথা বলতে পারবেন ৮০ মিনিট। ২৫ ইউরোর প্যাকেজে ৫০০ ছবি অথবা ১০০ ভিডিও শেয়ার করতে পারবেন অথবা কথা বলতে পারবেন ২০০ মিনিট। আর ৫০ ইউরোর প্যাকেজে ছবি বা ভিডিও শেয়ারের সুবিধা পাবেন যথাক্রমে ১০০০ অথবা ২০০টি; এই প্যাকেজে কথা বলতে পারবেন ৪০০ মিনিট।

প্রতিটি প্যাকেজকে ভাগ করা হয়েছে ক্রেডিট ইউনিটে। অর্থাৎ ১০ ইউরোর প্যাকেজে আপনাকে দেয়া হবে মোট ২০০০ ক্রেডিট। প্রতি মেগাবাইট ডাটা খরচের জন্য আপনার ক্রেডিট থেকে খরচ হবে ৫০ ক্রেডিট করবে। চ্যাটসিমটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের ওয়েব সাইট www.chatsim.com
দেশে চালু হলো ক্যাবলহীন স্যাটেলাইট টিভি

দেশে চালু হলো ক্যাবলহীন স্যাটেলাইট টিভি


প্রথমবারের মতো বাংলাদেশিদের জন্য চালু হলো ক্যাবল ছাড়া স্যাটেলাইট টিভি দেখার সুবিধা। বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষ থেকে চালু করা হয়েছে সেবাটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে ‘রিয়েল আইভিইউ’।

 এখন থেকে গ্রাহকরা চাইলে অনুমোদিত পার্টনারদের কাছ থেকে এই সেবাটি নিতে পারবেন।



প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্যাবলহীন স্যাটেলাইট চ্যানেল দেখার সেবাটি নিতে চাইলে আগ্রহীদের প্রথমে ‘রিয়েল আইভিইউ’ সেট-টপ বক্স ও ডিশ অ্যান্টেনাটি চার হাজার ৪৯৯ টাকা দিয়ে কিনে নিতে হবে। যাতে দুই বছরের ওয়ারেন্টি সেবাও দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও ‘রিয়েল আইভিইউ’ এর মাসিক সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে ৩০০ টাকা (ভ্যাট সহ)। গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে, বিল পরিশোধের জন্য স্ক্র্যাচ কার্ড, মোবাইল পেমেন্ট অর্থাৎ বিকাশ, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং, আইএফআইসি মোবাইল ব্যাংকিং, শিওরক্যাশ, ইউক্যাশ ইত্যাদির সুবিধা রাখা হয়েছে। এছাড়াও ব্যাংক কার্ডের মাধ্যমেও বিল পরিশোধ করা যাবে ।

দেশের গ্রাহকের জন্য নতুন এই সেবাটি সম্পর্কে বেক্সিমকো কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি বলেন, এ প্রযুক্তিটি দিয়ে গ্রাহকরা ১০৫ টি চ্যানেল কোন রকম ঝামেলা ছাড়াই দেখতে পারবেন। ঝকঝকে ছবির পাশাপাশি পাওয়া যাবে পরিস্কার শব্দ। এছাড়াও থাকছে অনুষ্ঠান রেকর্ড করে রাখা এবং স্মার্ট ইলেকট্রনিক প্রোগ্রামের সুবিধা।

'রিয়েল আইভিইউ’ সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট www.realvubd.com এবং easy.com.bd প্রবেশ করতে পারেন।

ফোনে কল দিয়ে কেউ বেশি উত্যক্ত করছে? তার নাম-ঠিকানা বের করে ফেলুন খুব সহজেই!


মোবাইলে অচেনা নম্বর থেকে ক্রমাগত কল বা মিসকল আসার মত বিরক্তিকর ব্যাপার কিছুই হতে পারে না। বিশেষত মেয়েদের জন্যে এই ভোগান্তি তো একেবারেই অলিখিত। বকাঝকা, ফোন সাইলেন্ট করে রাখা কোন কিছুতেই যেন কাজ হয় না। কিন্তু ভাবুন তো, অচেনা এই লোকটির নাম ঠিকানা যদি এক মিনিটেই আপনার হাতের মুঠোয় চলে আসে, আর আপনি উলটো তার নাম ধরে ডেকে বেশ ভালো রকম একটা হুমকী দিতে পারেন, কিংবা সহজেই পুলিশের কাছে তার নাম ঠিকানা দিয়ে দিতে পারেন, তাহলে কি ভালোটাই না হতো! না স্বপ্ন নয় একেবারেই, প্রযুক্তির উৎকর্ষে এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন স্রেফ ঘরে বসেই। আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে পারেন, এইসব অচেনা নাম্বার থেকে ফোনদাতার নাম ঠিকানা, সবই!

True caller:

এই ছোট্ট অ্যাপস টি পাবেন গুগল প্লে স্টোরে। এটি আপনার ফোনে ইন্সটল করে নিন। তারপর কোন অচেনা নম্বর থেকে ফোন এলেই, স্রেফ জাদুর মত আপনার ফোনে ভেসে উঠবে কলদাতার নাম। তবে হ্যাঁ, শর্ত প্রযোজ্য। সেই নম্বরটি যদি তার নামে রেজিস্ট্রেশন করা থাকে, তবেই আপনি এই সুবিধাটা পাবেন। আর সেই লোক যদি ফেসবুকে এই নম্বরটি ব্যবহার করে থাকেন, তাহলে তো দেখতে পাবেন তার ছবি সহই! দেখে নিন তো, পরিচিত কেউই আপনার সাথে এই বিরক্তিকর আচরণটি করছে কিনা! বাড়তি পাওনা হিসেবে বিনেপয়সায় আপনি এই কলদাতাকে ব্লক করে রাখতে পারবেন।

Facebook:

বার বার ফোন করতেই থাকা বিরক্তিকর নম্বরটিকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারেন ফেসবুকের মাধ্যমেও। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ফোন নম্বরটি টাইপ করুন। সে ব্যক্তি যদি এই ফোন নম্বরটি তার একাউন্টে ব্যবহার করে (করার সম্ভাবনা খুব বেশী), তাহলে তাকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব।

LINE whoscall:

অনেকটা ট্রুকলারের মতই এটিও অচেনা ফোনদাতার রেজিস্টার্ড নাম ও অন্যান্য তথ্য ও তার মোবাইলে লোকেশন অন থাকলে তার ঠিকানা অব্দি দেখিয়ে দেবে আপনাকে।

Mobile Number Locator:


অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে।

আমি নিজে ট্রু কলার ব্যবহার করি। তবে, আপনি আপনার সুবিধামত যে কোনটি বেছে নিতে পারেন। আর দেরী কেন, মুখোশ খুলে নিন বিরক্তিকর ফোন বা মিসকলদাতার। ভালো থাকুন!

সিম নিবন্ধন নিশ্চিত হয়েছে কিনা জানবেন যেভাবে !

ফারজানা মাহবুবা। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সকালে সিম নিবন্ধন করতে গিয়েছিলেন বাড়ির পাসের একটি গ্রাহক সেবা কেন্দ্রে। দীর্ঘ লাইন ধরে সাথে প্রতি সিমে অতিরিক্ত ২০ টাকার বিনিময়ে সিম নিবন্ধন করে ঘরে ফিরে আসেন। কিন্তু দিন শেষে একটি এসএমএস এলো ফারজানার মোবাইলে। সেখানে লেখা হয়েছে তাঁর সিম নিবন্ধনটি ফেইল হয়েছে; রয়েছে পেন্ডিং অবস্থায়।


এ সমস্যা অনেকেরই হচ্ছে। আবার অনেকে বুঝতে পারছেন না তাঁর সিমটি আদৌ সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। তবে এসব বিষয়ে ঘরে বসেই জানা সম্ভব সিমটি সত্যিই নিবন্ধিত হয়েছে কিনা। নিচে প্রত্যেক অপারেটরের এ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া হলো –

গ্রামীণফোন

Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।

বাংলালিংক

বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে : ইউর কানেকশন হ্যাভ অলরেডি বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন (তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক।

রবি

*1600*1# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।

এয়ারটেল

*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।

তবে টেলিটক ও সিটসেলের সিম নিবন্ধনের পদ্ধতি জানার কোন পদ্ধতি ঘোষণা করেনি।


সুত্রঃ প্রিয় টেক

এক মাস বাড়ল সিম নিবন্ধনের সময় তবে ঝামেলা আছে !


বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের সময় এক মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শনিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সংবাদ সম্মেলন তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, মোবাইল সিম নিবন্ধনের পূর্বঘোষিত সময় আজ শেষ হচ্ছে।



১ মে থেকে ৩ ঘণ্টার জন্য কিছু সিম বন্ধ থাকবে। যেসব নিবন্ধন হয়নি কিংবা নিবন্ধনের চেষ্টাও করা হয়নি সেসব সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। তবে জনগণের সুবিধার্থে সিম নিবন্ধনের সময় আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩১ মে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। অপরাধ কাজে সিমের ব্যবহার বন্ধের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ নিয়ে মোবাইল সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়া শুরু হয়, যার সময়সীমা শনিবার শেষ হচ্ছে।



প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের হাতে থাকা ১৩ কোটি মোবাইল সিমের মধ্যে বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ৮ কোটি ৯০ লাখ বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত হয়েছে। এটা আমাদের বিরাট অর্জন। মাত্র ৫ মাসে এতো সিম নিবন্ধনের সকল কৃতিত্ব জনগণের। জনগণ ধৈর্য্য ধরে এ কাজটি করেছেন।
১০০ মেগাবাইট মাত্র ২টাকা

১০০ মেগাবাইট মাত্র ২টাকা

২ টাকায় ১০০ MB করে সর্বোচ্চ ৩বার নিতে পারবেন।
এবার আপনি ১০সেকেন্ডের মধ্যে বা ১০ঘন্টা পরে নেন এটা আপনার ব্যাপার।
তবে আমি বলবো একসাথেই নিয়ে নিলে ভালো হয়।
উল্লেখিত মেগাবাইটের মেয়াদ ৭দিন ২৪ ঘন্টা।
ক্রয় করতে  ডায়াল  করুন। *5000*156# ।
মেগাবাইট চেক করতে *566*10#
(ved&sd)
.
বিঃ দ্রঃ সব সিমেই পেতে পারেন।
আরো অফার পেতে আমাদের সাথেই থাকুন।
সুত্রঃ আমার মোবাইলের মেসেজ।
আমি নিজেই নিলাম ১০০% সত্যি।

১ জিবি ইন্টারনেট মাত্র ৮৯টাকায়

শর্তাবলীঃ
৮৯ টাকায় (সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ
সহ ) ১জিবি ইন্টারনেট ৭ দিনের মেয়াদে
অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*২০২#
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড
গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন
চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে
গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে
গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য
০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে
(মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)
অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*১২১*১*২#
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এই
অফারটি প্রতি সপ্তাহের শুধুমাত্র শুক্র ও
শনিবার অ্যাক্টিভেট করা যাবে
শর্ত প্রযোজ্য

৯টাকায় ১ গিগাবাইট সাথে আবার ১০০ মেগাবাইট ফ্রী।

আবারো GP সিম এ ৯ টাকায় ১GB.সাথে
Referrer এর জন্য ১০০ MB Free.
এটি একটি বন্ধ সংযোগ অফার,
আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত আছে
কিনা জানতে [BHK Space আপনার নম্বর]
লিখে 9999 এ পাঠান।
অফারটি পেতে ডায়াল করুন *111*90#।
এভাবে চারবার ডায়াল করে 4GB নেওয়া
যাবে।
আর Referrer এর ১০০ mb নিতে আপনার নম্বর
থেকে [SN space Referrer নম্বর] লিখে 9999
পাঠান।
আর উপভোগ করুন। ★★★
আবারো GP সিম এ ৯ টাকায় ১GB.সাথে
Referrer এর জন্য ১০০ MB Free.
এটি একটি বন্ধ সংযোগ অফার,
আপনার সিমটি এই অফারের আওতাভুক্ত আছে
কিনা জানতে [BHK Space আপনার নম্বর]
লিখে 9999 এ পাঠান।
অফারটি পেতে ডায়াল করুন *111*90#।
এভাবে চারবার ডায়াল করে 4GB নেওয়া
যাবে।
আর Referrer এর ১০০ mb নিতে আপনার নম্বর
থেকে [SN space Referrer নম্বর] লিখে 9999
পাঠান।
আর উপভোগ করুন।

৩ জিবি ইন্টারনেট মাত্র ৪৯টাকয়।

শর্তাবলীঃ
৪৯ টাকায় (সম্পূরক শুল্ক+ভ্যাট+সারচার্জ
সহ ) ৩জিবি ইন্টারনেট ১৪ দিনের
মেয়াদে
অ্যাক্টিভেশন কোডঃ *৫০০০*২০১#
পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড
গ্রাহকদের জন্য প্রযোজ্য এবং ক্যাম্পেইন
চলাকালীন ১০বার পর্যন্ত ক্রয় করা যাবে
গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে
গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য
০.০১টাকা করে চার্জ প্রযোজ্য হবে
(মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)
অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*১২১*১*২#
৩জিবি ব্যবহার করা যাবে ১৪ দিন রাত
১২টা থেকে সকাল ১০টা পর্যন্ত
শর্ত প্রযোজ্য

৯৯ এমবি ইন্টারনেট মাত্র ১৫টাকায়

শর্তাবলীঃ
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
এই জিপি ডাটা অফারটির মেয়াদ ২ দিন-
(প্যাক অ্যাক্টিভেশনের দিনসহ)
গ্রামীণফোনের-এর প্রিপেইড ও
পোস্টপেইড গ্রাহকগণের জন্য প্রযোজ্য
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ
প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত)
অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*121*1*2#
মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারর্চাজ
প্রযোজ্য
অফারটি সর্বোচ্চ ৫ বার নেয়া যাবে

২০০০ এমবি মাত্র ২০ টাকায়

এবার গ্রামীণফোন দিচ্ছে পুরো ২০০০এমবি
ইন্টারনেট মাত্র ২০ টাকায়। অফারটি
পেতে ডায়াল *5000*76# যার মেয়াদ ৭ দিন।
শর্তাবলীঃ
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
মেয়াদ ৭ দিন; অফারটি ব্যাবহার করা
যাবে 12 AM - 10 AM
মূল্যে ভ্যাট , সম্পূরক শুল্ক,সারর্চাজ
প্রযোজ্য
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ
প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত)
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*121*1*2#
অটো রিনিউয়াল ফিচার প্রযোজ্য নয়

৩৬৬ এমবি ইন্টারনেট মাত্র ২৯টাকায়

গ্রামীণফোন দিচ্ছে ৩৬৬ এমবি ইন্টারনেট
মাত্র ২৯ টাকায়। অফারটি পেতে ডায়াল
*5000*191#
শর্তাবলীঃ
শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড
গ্রাহকগণের জন্য প্রযোজ্য
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে
টাকা 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য
হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
*121*1*2#
অফারটি চলবে পরবর্তী ঘোষণা না দেয়া
পর্যন্ত।
এই জিপি ডাটা অফারটির মেয়াদ ৩ দিন।
প্যাকের মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ
৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট
মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল
কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

৫৫ এমবি মাত্র ১০ টাকায়

শর্তাবলীঃ
শুধুমাত্র প্রিপেইড গ্রাহকগণের জন্য
প্রযোজ্য
এই জিপি ডাটা অফারটির মেয়াদ ২ দিন
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে
টাকা ০.০১/১০কেবি হারে চার্জ প্রযোজ্য
হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
কোনো রেগুলার ইন্টারনেট প্যাক চালু
থাকলে গ্রাহকের অ্যাকাউন্টে অফারের
ইন্টারনেট ভলিউম যোগ হবে না
যদি গ্রাহক মেয়াদ থাকাকালীন একই
অফার পুনরায় ক্রয় করেন শুধুমাত্র তখন নতুন
ভলিউমের সাথে পূর্বের ভলিউম যোগ হবে
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
*121*1*2#
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট
মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল
কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

১ জিবি মাত্র ৬৪ টাকায় !

গ্রামীণফোন দিচ্ছে 1GB ইন্টারনেট মাত্র
৬৪ টাকায় যার মেয়াদ ৫ দিন। অফারটি
পেতে ডায়াল *5000*192#
শর্তাবলীঃ
শুধুমাত্র গ্রামীণফোন-এর প্রিপেইড
গ্রাহকগণের জন্য প্রযোজ্য
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে
টাকা 0.01/10KB হারে চার্জ প্রযোজ্য
হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল
*121*1*2#
মূল্যের উপর সম্পূরক শুল্ক এবং ভ্যাট
প্রযোজ্য
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই
জিপি ডাটা অফারটি চলবে
প্যাকের মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ
৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট
মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল
কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

৯০ এমবি মাত্র ১৪ টাকয়

৯০ এমবি মাত্র ১৪ টাকয়

শর্তাবলীঃ
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
মেয়াদ ২ দিন-(প্যাক অ্যাক্টিভেশনের
দিনসহ)
এই জিপি ডাটা অফারটি সর্বোচ্চ ৫ বার
নেয়া যাবে
ভয়েস অফার অন্য সব নেট ভয়েস কলের
ক্ষেত্রে প্রযোজ্য হবে (মেয়াদ ৩ দিন)
গ্রামীণফোনের- প্রিপেইড গ্রাহকগণের
জন্য প্রযোজ্য
মেয়াদ শেষ হবার পূর্বে ডাটা ভলিউম
শেষ হলে, টাকা ০.০১/১০KB হারে চার্জ
প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ টাকা
পর্যন্ত)
অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*121*1*2#
অফারটি পেতে ডায়াল *5000*170#
মূল্যে ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারর্চাজ
প্রযোজ্য

গ্রামীনে নিয়েনিন সোশ্যাল প্যাক

সোশ্যালাইজেশন আরও বেশি সুবিধাজনক
করতে গ্রামীণফোন নিয়ে এলো চারটি নতুন
সোশ্যাল প্যাক। গ্রাহকগণ এই প্যাক এর
মাধ্যমে ফেসবুক, মেসেঞ্জার এবং

কোমোয়ো উপভোগ করতে পারবেন এবং
তারা তাদের সুবিধা অনুযায়ী মেয়াদ বেছে
নিতে পারবেন।
ফেসবুক
১দিন
20
এমবি
১দিন ১ টাকা
ফেসবুক
৭দিন
৭৫
এমবি
৭ দিন ৫ টাকা
ফেসবুক
১৪দিন
১৫০
এমবি
১৪ দিন ৯ টাকা
ফেসবুক
২৮দিন
৩০০
এমবি
২৮ দিন ১৫ টাকা
শর্তাবলী:
শুধুমাত্র প্রিপেইড গ্রাহকদের জন্য
প্রযোজ্য
ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল
*৫৬৭#।
গ্রাহকগণ এই প্যাকগুলোর মাধ্যমে
facebook.com, ফেসবুক মেসেঞ্জার এবং
কোমোয়ো একসেস করতে পারবেন
গ্রাহকগণ উপরে উল্লেখিত শর্তাবলি
পূরণের মাধ্যমে মোবাইল সাইট
(m.facebook.com), www.facebook.com এবং
কোমোয়ো অ্যাপ্লিকেশন, ফেসবুক এবং
ফেসবুক মেসেঞ্জার (জাভা,আইওএস,
আন্ড্রয়েড) ব্যবহার করতে পারবেন
কোমোয়ো ডাউনলোড করতে Google Play-
তে ComoYo সার্চ করুন অথবা এই লিংক-এ
প্রবেশ করুন: http://www.comoyo.im/gp
প্যাকেজ ব্যবহারের বাইরে facebook.com,
ফেসবুক মেসেঞ্জার ও Comoyo ০.০১
টাকা / ১০ কিলোবাইট হারে চার্জ করা
হবে. ১৫% ভ্যাট প্রযোজ্য। অতিরিক্ত
ব্যবহারের ক্ষেত্রে ফি ২০০ টাকা এর
মধ্যে থাকবে।
আরও জানতে, গ্রাহকগন ১২১ নম্বরে
ডায়াল করতে পারবেন ।
৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মোট
মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+ মূল
কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য

বরিশালে বাস-ট্রাক সংঘর্ষে ২৮ পুলিশ আহত

বরিশাল সদরে ট্রাকের সঙ্গে পুলিশ বাসের সংঘর্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২৮ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গরিয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জেলা আর্মড পুলিশের এএসপি আসাদুজ্জামান জানান।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এএসপি আসাদুজ্জামান বলেন, বরিশাল থেকে ৯০ জন পুলিশ সদস্যকে নিয়ে দুটি বাস সকালে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল।
“গরিয়ার পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৮ জন আহত হন। তবে সবাই আশঙ্কামুক্ত।”
ট্রাকের চালক ও তার সহকারী দুর্ঘটনার পরপরই পালিয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
সুত্রঃ বিডিনিউজ২৪
আইসিটি শিক্ষকদের বেতন স্কুল-কলেজকেই বহনের নির্দেশ

আইসিটি শিক্ষকদের বেতন স্কুল-কলেজকেই বহনের নির্দেশ

মাধ্যমিক
ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করলেও এই বিষয়ের শিক্ষকদের বেতন-ভাতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজগুলোকে বহনের নির্দেশ দিয়েছে সরকার।


উচ্চমাধ্যমিকে নতুন বিভাগ ‘ইসলাম শিক্ষা’
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুল-কলেজ এবং মাদ্রাসাগুলোকে এই নির্দেশ দিয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।
এতে বলা হয়, “বিশ্বমানের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
“নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড আবশ্যিক বিষয় হিসেবে অনুমতি দেবে।”
পরিপত্রে আরও বলা হয়, “পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নিয়োগকৃত শিক্ষকদের বেতন-ভাতা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে বহন করতে হবে।”
২০১৫ সাল হতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাধ্যতামূলক করেছে সরকার।
তবে নতুন করে এমপিও দেওয়া স্থগিত থাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বিষয়ে নিয়োগকৃত শিক্ষকরা এমপিও পাচ্ছিলেন না।
এমতাবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নিয়োগকৃত এমপিও এবং নন-এমপিও উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেওয়ার নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়।
source bdnews24

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিবিসি বলছে, শুক্রবার এই ভূমিকম্পটি হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মালেকুলা দ্বীপের অল্প সংখ্যক মানুষ অধ্যুষিত নরসাপের এক কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইফাতে দ্বীপের ২৭ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎপত্তি।
ইফাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলা থেকে ২০৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র কাছে ভানুয়াতুর অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।

তীব্র গরমে হবে ‘মর্নিং স্কুল’

তীব্র তাপদাহের সময় উচ্চ বিদ্যালয়গুলো পরিচালনা কমিটির অনুমোদন নিয়ে মর্নিং স্কুল চালু করতে পারবে বলে জানিয়েছে সরকার।
বৃষ্টির ‘সুখবর’ নেই আরও কয়েকদিন চলমান তাপপ্রবাহের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার তাদের অধীন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে তাপদাহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বিদ্যালয়ের নির্ধারিত শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুর্নবিন্যাস করতে পারেন।
এর অংশ হিসেবে বিদ্যালয় পরিচলনা কমিটির সিদ্ধান্ত নিয়ে মর্নিং স্কুল চালু করা যাবে। আর যেসব স্কুলে দুই শিফটে ক্লাস হয়, সেখানে ‘ক্ষেত্র বিশেষে’ প্রাত্যাহিক সমাবেশ স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই শ্রেণির কার্যক্রম শুরু করা যাবে।
গরমের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে মাউশি।
নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে জারি করা এসব নির্দেশনা ‘সাময়িক ব্যবস্থা’ হিসেবে বিবেচিত হবে।
গত কিছু দিন ধরে সারাদেশে চলমান তীব্র তাপদাহ জনজীবনে প্রভাব ফেলেছ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষকে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগে তীব্র এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালী, খুলনা, যশোর, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।
বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আঙুলের ছাপ: সমাধানে রাত ১০টা পর্যন্ত অফিস খোলা

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে, প্রথম দিন রোববার টেলিটকের গ্রাহক সেবা কেন্দ্রে নিজের সিমের তথ্য হালনাগাদ।
প্রায় সোয়া কোটি মোবাইল গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ না মেলায় তা হালনাগাদ করতে তিন দিন রাত ১০টা পর্যন্ত থানা নির্বাচনী অফিস খোলা রাখতে বলা হয়েছে।
বায়োমেট্রিক: পরে কী ব্যবস্থা জানা যাবে শনিবার
ইউপি ভোটের কারণে আঙুলের ছাপ নেওয়া বন্ধ নয়: ইসি
বৃহস্পতিবার সব উপজেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি উইংয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবারই বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধনের জন্য বেঁধে দেওয়া সময় ৩০ এপ্রিলের পর কয়েক ঘণ্টা সিম বন্ধের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এর পরে এই নিবন্ধন কীভাবে হবে সে বিষয়ে শনিবার জানানো হবে।
ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা সচিবালয়ে সাংবাদিকদের জানান, মোবাইল অপারেটরগুলোর সব কাস্টমার কেয়ার সেন্টার ও রিটেইলার পয়েন্টে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম নিবন্ধন কার্যক্রম ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত চলবে।
বুধবার পর্যন্ত দেশের ছয়টি মোবাইল অপারেটরের সাত কোটি ৭৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ও পুনঃনিবন্ধন হয়েছে।
এ পদ্ধতিতে সিম নিবন্ধন বা পুনঃনিবন্ধন প্রক্রিয়ায় আঙুলের ছাপ না মেলায় সিম পুনঃনিবন্ধন করতে পারেননি প্রায় সোয়া এক কোটি গ্রাহক।
তারানা হালিম বলেন, “আরও ১ কোটি ২১ লাখ এসেছিলেন, তারা নানা ধরনের ফিঙ্গার প্রিন্ট না মেলা বা ভুলভাবে নম্বর দেওয়ার কারণে ম্যাচ করেনি। ধরে নিচ্ছি তারা জেনুইন এবং তারা এসেছিলেন।”
৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত মোবাইল অপারেটরদের সেবা কেন্দ্রের পাশাপাশি নির্বাচনী অফিসও খোলা থাকবে।
মাঠ কর্মকর্তাদের কাছে এনআইডি উইংয়ের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, “সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ৩০ এপ্রিল।
“এজন্য রাত ১০টা পর্যন্ত সব উপজেলা/থানা নির্বাচন অফিস খোলা রেখে সিম নিবন্ধনে যাদের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা দেখা দেবে তাদের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে ‘আপলোডার সফটওয়ার’ ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ডাটা আপলোড করতে হবে।”
যাদের ‘আপলোডার কনফিগারেশন’ সমস্যা আছে তাদেরকে আইটি শাখার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে ইসির জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি উইং)।
এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিংয়ার জেনারেল সুলতানুজ্জামন মো. সালেহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঙুলের ছাপ না মিললে কোনো নির্বাচনী অফিস সেবা দিতে অস্বীকৃতি জানালে অফিস হেল্প সেন্টারের ১৬১০৩ নম্বরে ফোন করতে পারেন গ্রাহক। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।”

আঙুলের ছাপ হালনাগাদে ইসির বিশেষ ব্যবস্থা

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের গিয়ে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ না মেলায় দুর্ভোগে পড়েছে নাগরিকরা। এর জন্য সিম পুনর্নিবন্ধনের বেঁধে দেয়া সময়ের মধ্যে আঙুলের ছাপের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ যাদের আঙুলের ছাপে সমস্যা আছে তাদের জন্য ঢাকার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ছাড়াও উপজেলা ও জেলা নির্বাচন অফিসে হালনাগাদের বিশেষ ব্যবস্থা চালু করেছে ইসি।


আগামী ৩০ এপ্রিল শনিবার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধনের সর্বশেষ সময় বেঁধে দেয়ায় হয়েছে।
বুধবার মাঠ পর্যায়ের নির্বাচন অফিসগুলোতে এ সংক্রান্ত সেবা দ্রুত দেয়ার জরুরি নির্দেশ দেয়া হয়েছে বলে ইসির কর্মকর্তারা জানান।
তারা জানান, মাঠপর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যস্ততা থাকলেও আদালতের বাধ্যবাধকতার কারণে আঙুলের ছাপ হালনাগাদের বিষয়টি গুরুত্ব দিয়ে হালনাগাদ করতে হবে। এ জন্য প্রতিটি জেলা ও উপজেলা নির্বাচন অফিসে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। যাদের আঙুলের ছাপে সমস্যা আছে তারা সংশ্লিষ্ট অফিসে গিয়ে হালনাগাদ করে সিম পুনঃনিবন্ধন করতে পারবেন।
এদিকে, সিম নিবন্ধন কাজে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, গত সপ্তাহ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখেরও বেশি গ্রাহকের বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করেছে। এর বাইরে ৬২ লাখেরও বেশি গ্রাহকের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলেনি। যাদের আঙুলের ছাপ মিলেনি তাদের নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
আঙুলের ছাপ নিয়ে নাগরিকদের দুর্ভোগের কথা স্বীকার করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সৈয়দ মুহাম্মদ মূসা বলেন, ‘কিছু কিছু মানুষের আঙুলের ছাপের সমস্যা হচ্ছে। আমরা তাদের আঙুলের ছাপ হালনাগাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। বায়েমেট্রিক সিম পুনর্নিবন্ধনের কার্যক্রম শুরুর পর থেকেই আঙুলের ছাপ হালনাগাদের সুযোগ দেয়া হয়েছে।’
এক এলাকার ভোটার অন্য এলাকায় গিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আঙুলের ছাপ দিয়ে আসতে পারবে, তা বাস্তবায়নের নির্দেশনাও আছে বলে জানান তিনি।
এদিকে, গত ১০ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, গত বছর ডিসেম্বরে শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ কোটি ৪৫ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়েছে। যা মোট সিমের ৪২ শতাংশের মতো। অবশ্য মোট সিমের মধ্যে আট কোটি বর্তমানে সক্রিয় বলে অপারেটরদের ধারণা।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন শেষ করব। এর মধ্যে যেগুলোর নিবন্ধন হবে না- সেগুলোর গ্রাহককে নিবন্ধনে বাধ্য করতে কয়েক ঘণ্টা করে সিম বন্ধ ও এসএমএস দিয়ে সতর্ক করা হবে।’
সুত্রঃ বাংলামেইল২৪ড

অনলাইনে দেওয়া যাবে কোর্ট ফি।

অনলাইনে কোর্ট ফি দেওয়ার বিধান রেখে জাতীয় সংসদে ‘কোর্ট ফিস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬’ পাস হয়েছে।
১৮৭০ সালের এ সংক্রান্ত একটি আইন সংশোধনের জন্য বিলটি বৃহস্পতিবার পাসের প্রস্তাব করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
গত ৩ ফেব্রুয়ারি বিলটি সংসদে তুলেছিলেন আইনমন্ত্রী। পরে সেটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিদ্যমান আইনে বলা আছে, কোর্ট ফি স্ট্যাম্পের মাধ্যমে পরিশোধ করতে হবে, যদি না পাওয়া যায় তা নগদে পরিশোধ করতে হবে।
পাস হওয়া বিলে ইলেকট্রনিক ও ডিজিটাইজ ট্রান্সজেকশনের বিধান রাখা হয়েছে।
তফসিলী ব্যাংক, মোবাইল অপারেটর, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কোর্ট ফি নেওয়া এবং রিফান্ড করার বিধান রাখা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনো ধরনের  স্ট্যাম্প বিক্রিতে অনুমোদিত কোনো ব্যক্তি আইনের বিধি ভাঙলে এবং অননুমোদিত কোনো ব্যক্তি স্ট্যাম্প বিক্রি করলে তার ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা হবে।
বর্তমানে ৫০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “নামজারি, জমির পর্চা ইত্যাদি সেবাসহ বিভিন্ন কার্যক্রমে প্রতিনিয়ত সাধারণ মানুষকে কোর্ট ফি জমা দিতে হয়। কিন্তু সহজলভ্য না হওয়ায় কোর্ট ফি প্রদানের সময় সাধারণ জনগণকে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হয়।
“জনগণের হয়রানি রোধকল্পে সহজেই এবং দ্রুততার সাথে জনসেবা পৌঁছে দেওয়ার স্বার্থে ই-পেমেন্টের মাধ্যেমে/ অনলাইনে কোর্ট ফি জমার সুযোগ সৃষ্টি করতে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা অত্যন্ত প্রয়োজন। সংশোধনী আনা গেলে কোর্ট ফি ছাপানো, সংরক্ষণ ও পরিবহনের বিশাল ব্যয় হ্রাসসহ জালিয়াতি রোধ করা সম্ভব হবে। একই সাথে তা দেশের সকল শ্রেণির মানুষকে বিভিন্ন প্রয়োজনে কোর্ট ফি জমা দিতে অহেতুক ভোগান্তি থেকে রক্ষা করবে।”
সুত্রঃ বিডিনিউজ২৪

ওজন কমানোর গুণে বেগুন

কে বলেছে বেগুনের কোনো গুণ নাই!

কলা খান, ওজন কমান
মাসিকের সমস্যা এড়াতে
কাঠবাদাম খান, ভুঁড়ি কমান
স্ট্রবেরির গুণ কথন
শরীর ঠাণ্ডা রাখার খাবার
একটি লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইটে দিল্লির পুষ্টিবিজ্ঞানী কাভিতা দেভগান জানিয়েছেন, বেগুনের ওজন কমানোর গুণের কথা।
এই সবজি প্রায়ই আমাদের খাদ্য তালিকায় তাকে। তবে যখন স্বাস্থ্য রক্ষা বা ওজন কমানোর বিষয়ে আলোকপাত করা হয় তখন বেগুন গোনায় ধরা হয় না।
অথচ ১০০ গ্রাম বেগুনে মাত্র ২৫ ক্যালোরি থাকে। খাদ্যআঁশে ঠাঁসা একটা সবজি। তাই অনেকগুলো বেগুন খেয়ে ফেললেও ওজন বাড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে!
এছাড়াও বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন বি সিক্স, রিবোফ্লাভিন, নায়াসিন এবং থায়ামিন। এগুলো আমাদের দেহের ‘মেটাবোলিজম’ সক্রিয় রাখে। ফলে খাবার ভালো হজম হয় এবং শরীরে মেদ জমে না।
অ্যালার্জির সমস্যা না থাকলে আরও অনেক কারণেই বেগুন নিয়মিত পাতে রাখা যেতে পারে —
হৃদপিণ্ডের রক্ষক: বেগুনে ফাইটোকেমিকল অ্যান্থোসায়ানিনস থাকে যার কারণে বেগুনের রংটা এত চমৎকার দেখায়। তবে এটি আমাদের হৃদয়ের রক্ষণাবেক্ষণের কাজও করে। বেগুনে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এবং সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বেগুনে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টরেল দমিয়ে রাখে।
ক্যান্সার নিরাময়: অ্যান্থোসায়ানিনস এবং ক্লোরোজেনিক অ্যাসিড ক্যান্সার নিরাময়ে কার্যকর।
ডায়বেটিস প্রতিরোধ: বেগুনে উচ্চ মাত্রায় আঁশ এবং কম পরিমাণে দ্রবণীয় শর্করা থাকে ফলে ডায়বেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভূমিকা রাখতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: বেগুণ একটা ক্ষারধর্মী খাবার। এটি পরিপাক তন্ত্রের অম্ল ও ক্ষারের ভারসাম্য ঠিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সচল থাকে।
বেগুন রান্নার সঠিক পদ্ধতি
পুষ্টিবিজ্ঞানী কাভিতা দেভগান জানিয়েছে বেগুন শুধু খেলেই হবে না, এই সবজি সঠিক পদ্ধতিতে রান্না করতেও জানতে হবে—
খোসা বেগুনের মতোই গুণী: বেগুন খোসায় আঁশ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। এতে থাকা ফিনোলস মুক্ত আয়নের আবর্জনা খুঁটে খায়, যারা অগণিত রোগের কারণ।
ভাজলে গুণাগুণ নষ্ট হয়: বেগুণ ভাজলে তা সমস্ত তেল শুষে নেয়, এতে খাবারে তেলের পরিমাণ বেড়ে যায়, বেগুন খেতে হলে আলু বেগুনের চচ্চড়ি বা অল্প তেলে বেগুন ভাজার কোনো তুলনা হয় না। বেগুনের ভর্তাও একই রকমের উপকারী।

মে দিবসে ২৪ শর্তে খালেদার সমাবেশের অনুমতি

মে দিবসে ২৪টি শর্তে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল।

রোববার বেলা ২টা থেকে এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের অনুমতি পাওয়ার কথা সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘পহেলা মে মহান শ্রমিক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলকে পুলিশের অনুমতি দিয়েছে গতকাল। এই সমাবেশ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।”
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শর্তসাপেক্ষ শ্রমিক দলকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। সন্ধ্যার আগেই তাদের সমাবেশ শেষ করতে হবে।”
সমাবেশের শর্তে যা যা আছে
# দুপুর ২টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে।
# ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো বক্তব্য দেওয়া বা ব্যঙ্গচিত্র প্রর্দশন করা যাবে না।
# মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না।
# উস্কানিমূলক কোনো প্রচারপত্র বিলি করা যাবে না।
# ‘রাষ্ট্রবিরোধী’ কোনো বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চলবে না।
# সমাবেশের নির্ধারিত সময়ের আগে উদ্যান বা তার আশপাশের রাস্তায় সমবেত হওয়া যাবে না
# যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।
নেতাকর্মীদের চাঙ্গা করতে এই শ্রমিক সমাবেশে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ জনসমাগম ঘটানোর আশা করছে বিএনপি।
দলের মহানগর আহবায়ক মির্জা আব্বাস সকল থানা-ওয়ার্ড থেকে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঢাকায় খালেদার সর্বশেষ জনসভা হয়েছিল গত ৫ জানুয়ারি, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। পৌর নির্বাচনে বিএনপির ভরাডুবির পর বিএনপি চেয়ারপারসন ওই জনসভায় আসেন।
আর সোহরাওয়ার্দীতে খালেদার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি। তার মাত্র ১৫ দিন আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
  সুত্রঃ বিডিনিউজ২৪

এবার পাঠ্যপুস্তকে থাকবে প্রধানমন্ত্রীর ছবি


প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের ছবি যুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ২০১৭ শিক্ষাবর্ষ থেকে এধরনের ছবি যুক্ত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ওই ছবির সঙ্গে ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ শীর্ষক স্লোগানও অন্তর্ভুক্ত করার সুপারিশ করাহয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানে সমতা সৃষ্টি এবং শিক্ষক সমন্বয়ের উদ্দেশ্যে জনস্বার্থে শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রম গতিশীল করার সুপারিশ করা হয়।

এছাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। বৈঠকে দেশের সব উপজেলাকে স্কুল ফিডিং কার্যক্রমে অন্তর্ভুক্ত করে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করতে সুপারিশ করা হয়। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল কাউন্সিল ও কাব দল কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যালয়গুলোতে ‘মা সমাবেশের’ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুত্রঃ বিডি ২৪লাইভ 

স্বামীসহ বিদেশ যেতে পারবে নারী শ্রমিক

বিদেশ গমনেচ্ছুক নারী শ্রমিকরা স্বামী, ভাই ও সন্তান নিয়েও সৌদি আরব যেতে পারবেন বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
‘নারী শ্রমিকরা বিদেশ থেকে দেশে আসার পর তার সংসার ভাঙছে, স্বামী অন্য আর একটি বিয়ে করে সংসার করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য নারী শ্রমিকের সঙ্গে তার স্বামীকেও একই দেশে পাঠিয়ে নারী শ্রমিকের গৃহে কর্মের পাশাপাশি স্বামীকে মালির কাজ দেওয়া যায় কিনা,’ এমন প্রশ্ন করেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম।
সম্পূরক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বিএসসি বলেন, শুধুমাত্র সৌদি আরবে নারী শ্রমিকরা তাদের স্বামী, সন্তান ও ভাইকে নিয়ে যেতে পারবে।
আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজ চালুর পর সার্ভারের তথ্যানুযায়ী ২০০৪ সালের ১৫ জুন থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৪ লাখ ৭৮ হাজার ৬২৩ জন বাংলাদেশি নারী শ্রমিক ছাড়পত্র নিয়ে ৬৮টি দেশে গমন করেছেন।
সুত্রঃ বাংলানিউজ
সকালে পানি পানের উপকারিতা

সকালে পানি পানের উপকারিতা

জাপানিরা সকালে খালি পেটে চার গ্লাস পানি পান করার আধা ঘণ্টা পরে নাস্তা খায়। সারাদিন কর্মচঞ্চল থাকার ক্ষেত্রে এর উপকারিতা প্রমানীত।
শরীরে পানি জমার ঘরোয়া সমাধান
গর্ভাবস্থায় জলীয়ভাব
পানি পানের নিয়ম
স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, সকালে খালি পেটে পানি খেলে ত্বক ভালো রাখার পাশাপাশি ওজনও কমায়।
ত্বক ভালো রাখে: খালি পেটে পানি খাওয়ার ফলে অন্ত্রে জমা হওয়া মলমূত্র নিয়মিত সঞ্চালিত হতে সাহায্য করে। শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যায়। ত্বকের মলীন এবং লালচে ভাব দূর হয়।
ক্ষুদ্রান্ত্র পরিষ্কার রাখে: খালি পেটে এক গ্লাস পানি ‘কোলন’ বা মলাশয়ে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে। ফলে খাবারের পুষ্টিগুণ শরীর দ্রুত এবং কার্যকরভাবে শোষণ করতে পারে।
কর্মক্ষমতা বাড়ায়: খালি পেটে পানি খেলে রক্তের লোহিত কণিকার বৃদ্ধি দ্রুততর হয়। ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে, যা কর্মক্ষমতা বাড়ায়।
ওজন কমাতে: পানিতে কোনো ক্যালরি নেই। তাই যত ইচ্ছা তত পান করতে পারেন। আর খালি পেটে পানি যেহেতু শরীরের বর্জ্য পদার্থ বের করে দেয় তাই শরীর ফুলে যাওয়ার সম্ভাবনাও কমে। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া বৃদ্ধি করে এবং ক্যালরি পোড়ার গতিও দ্রুত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: প্রতিদিন খালি পেটে শরীরে তরলের ভারসাম্য বজায় থাকে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর প্রদাহে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে নিহত-২


রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো. শাহ জালাল (৩৫) ও সালমা আক্তার (১৪)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু সদর উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকার এদুটি ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু উপজেলার ঝর্ণা টিলা ও কালাপাকুজ্জা ইউনিয়নে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। লংগদু সদর উপজেলার ঝর্ণার টিলা এলাকার মাঠে ধানের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হন শাহ জালাল। অন্যদিকে কালাপাকুজ্জ্যা ইউনিয়নে ইসলামপুর এলাকার সালমা গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন হঠাৎ ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনার সত্যতা স্বীকার করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, বজ্রপাতে দু’জনে মৃত্যুর খবর শুনেছি। বর্তমানে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে।
সুত্রঃ পার্বত্য নিউজ

ভূমিকম্পন কি ? কিভাবে এরসৃষ্টি ? কিভাবে কাজ করে ?এর থেকে বাঁচার উপায়

ভূমিকম্পের সময় কী করবেন,
কী করবেন না
ভূমিকম্পের সময় কী ধরণের
সতর্কতামূলক ব্যবস্থা নেয়া উচিত?
কী করা উচিত নয়? প্রকৃতিকে
নিয়ন্ত্রণের ক্ষমতা মানুষের
কাছে নেই। কিন্তু, মানুষ সতর্ক
হতে পারে। আর সেই সতর্কতাই
অবলম্বন করা
উচিত সবার।
১. বাড়ির ভেতরে থাকলে
টেবিল বা খাটের তলায় আশ্রয় নিন
২. কোনও মজবুত আসবাব
থাকলে শক্ত করে ধরে থাকুন
৩. বাড়ির কোনো কোণে
আশ্রয় নিন
৪. হাত দিয়ে মাথা নিচু করে বসে
থাকুন
৫. ধ্বংসস্তূপে আটকে পড়লে
চোখ-মুখ ঢেকে রাখুন
৬. ধ্বংসস্তূপে আটকে পড়লে
মুখে আওয়াজ করে দৃষ্টি
আকর্ষণ করুন
ভূমিকম্পের সময় কী করা উচিত
নয়-
১. বাড়ির বাইরে থাকলে গাছ বা
কোনো বহুতলের নিচে
দাঁড়াবেন না
২. বেশি নড়াচড়া করবেন না
৩. কোনো দেয়ালের কাছে
দাঁড়াবেন না
৪. গাড়িতে থাকলে ব্রিজে
উঠবেন না
এই ভিডিও টি দেখুন, এটি
দেখলে আপনি যা যা জানতে
পারবেন তা হলো
ভূমি কম্পন কি , কিভাবে ভূমি
কম্পের সৃষ্টি হয় , কিভাবে এর
ক্ষয় ক্ষতি থেকে বাঁচা যায়

বাংলাদেশে গণতন্ত্রেরদিকে দৃষ্টি দিতে জাতিসংঘেরপ্রতি আহ্বান অধিকারের


এশিয়ান মানবাধিকার কমিশন এবং
বাংলাদেশের মানবাধিকার সংগঠন
“অধিকার” এক যৌথ বিবৃতিতে
বাংলাদেশের ‘পলায়মান গণতন্ত্র’ ও
আইনের শাসনের ‘অভাবের’
দিকে দৃষ্টি দেবার জন্য জাতিসংঘসহ
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি
আহ্বান জানিয়েছে।
গতকাল (শনিবার) প্রকাশিত এ বিবৃতিতে
বলা হয়েছে, জনগণের মৌলিক
অধিকার এবং ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত
করতে হলে বিচার প্রতিষ্ঠানগুলিতে
পূনর্বিন্যাস করতে হবে। এজন্য
আন্তর্জাতিক সম্প্রদায়কে
বাংলাদেশের সাথে একত্রে কাজ
করতে হবে।
বিবৃতিতে মানবাধিকার লংঘনের
সর্বশেষ উদাহরণ হিসেবে
রাউজানের বেসরকারি
বিদ্যুতকেন্দ্র নির্মাণ পরিকল্পনা
বিরোধী জনতার মিছিলে পুলিশের
গুলি ছোড়ার ঘটনা উল্লেখ করা
হয়েছে।
সুত্রঃ আমারদেশ অনলাইন