মানুষের ‘রক্ত’ সম্পর্কে অজানা ও আজব কিছু তথ্য!

রক্ত মানেই হলো গাঢ় লাল তরল পদার্থ। যা আমরা চোখে দেখলে চমকে উঠি। সেই রক্ত সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। আজ রয়েছে মানুষের ‘রক্ত’ সম্পর্কে আজব কিছু তথ্য।
আমরা জানি রক্ত আমাদের শরীরে অক্সিজেন বহন করে। এর চেয়ে বেশি কিছু আমরা অনেকেই জানি না বা জানার প্রয়োজনীয়তাও দেখি না। অথচ এই রক্ত সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য রয়েছে যা শুনলে আপনিও অবাক হবেন।
জেনে নিন রক্ত সম্পর্কিত কিছু অদ্ভুত তথ্য:
# ব্রাজিলের ‘বোরোরো’ সম্প্রদায়ের সকলের রক্তই নাকি ‘ও’ গ্রুপের।
# চোখের ‘কর্নিয়া’ অক্সিজেন নেয় বাতাস হতে, অর্থাৎ রক্ত থেকে নয়।
# একজন পূর্ণবয়স্ক মানুষ এক বছরে যে পরিমাণ মাংস খায়, তা একটি সোডা ক্যানের সমান!
# জাপানে বলা হয়ে থাকে, রক্তের গ্রুপ ‘ব্যক্তি চরিত্র’-এর একটি অদ্ভুত চিহ্ন। সে দেশে মানুষের ফেসবুক প্রোফাইলেও তার প্রভাব নাকি লক্ষণীয় হয়।
# সদ্যোজাত একটি শিশুর শরীরে নাকি মাত্র এক কাপ রক্ত থাকে!
# একটি রক্তকোষ, মাত্র ৩০ সেকেণ্ডে পুরো শরীর প্রদক্ষিণ করতে পারে।
# অন্তঃসত্ত্বা হওয়ার ২০ সপ্তাহের মধ্যে একজন মহিলার শরীরে নাকি প্রায় ৫০% রক্ত বৃদ্ধি পায়।
# ‘ও’ গ্রুপের রক্ত মশাদের কাছে সবচেয়ে পছন্দের।
# স্ত্রী মশাই শুধুই রক্ত খায়।

Share this

Related Posts

Previous
Next Post »