ব্রিটিশ বিজ্ঞানীরা উদ্ভাবন করলেন ‘লিপ রিডিং’ প্রযুক্তি!

ব্রিটিশ বিজ্ঞানীরা এবার উদ্ভাবন করলেন ‘লিপ রিডিং’ প্রযুক্তি! এই প্রযুক্তির মাধ্যমে মানুষের ঠোঁট নড়া দেখে সে কি বলছে তা জানা যাবে!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ব্রিটিশ বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যাতে মানুষের ঠোঁট নড়া দেখে সে কি বলছে তা জানা যাবে।
ব্রিটিশ ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার গবেষকরা বলেছেন, তাদের এই ‘লিপ রিডিং’ প্রযুক্তি অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় খুবই সহায়ক ভূমিকা রাখবে।
মানুষের কথা বলার দৃশ্য যদি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, তখন সেই ফুটেজ বিশ্লেষণ করেই এই প্রযুক্তি বের করে ফেলতে পারবে, তারা আসলে কি বলছিল।
গবেষকরা মনে করছেন, কেবল অপরাধ দমনে নয়, এই প্রযুক্তি সাংবাদিকদেরও বিরাট কাজে আসবে। যারা ‘সেলিব্রেটিদের’ খবরের পেছনে ঘুরে, তাদের জন্য এটা হতে পারে এক বিরাট হাতিয়ার!
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, ‘লিপ রিডিং’ বিশেষজ্ঞরা বর্তমানে ‘পি’ এবং ‘বি’ এর মতো ধ্বনির মধ্যে তফাৎ করতে পারেন না। তবে নতুন এই প্রযুক্তিটি নাকি ‘ঠোঁট নড়া’ দেখেই সঠিকভাবে বলতে পারবে মানুষ কখন ‘পি’ বা ‘বি’ বলছে সেটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উদ্ভাবনেও এই প্রযুক্তিটি এক সহায়ক হবে- এমনটিই বিজ্ঞানীরা ধারণা করছেন।

Share this

Related Posts

Previous
Next Post »