ব্যাঙ্কের বাইরেও বহু সংস্থা আছে, যারা সুদে টাকা খাটায়। ঋণ দেওয়ার পরিবর্তে সোনাদান, বাড়ি, গাড়ি বন্ধক রাখেন। কিন্তু কখনও শুনেছেন, মহিলাদের ক্ষেত্রে ঋণ নিতে গেলে বন্ধক রাখতে হবে তাদের নগ্ন ছবি?
আজ্ঞে হ্যাঁ, চীনের একটি অনলাইন সংস্থার বিরুদ্ধে এমনই তথ্য সামনে এসেছে। বেজিংয়ের একটি বেসরকারি অনলাইন সংস্থা ঋণ দেওয়ার পরিবর্তে পরিচয়পত্রসহ মহিলা ঋণগ্রাহকের নগ্ন ছবি জমা রাখতে বলে। সময় মতো টাকা ফেরত দিতে না পারলে এই ছবি জনসাধারণের জন্য প্রকাশ করে দেওয়া হবে সে হুমকিও দেওয়া হয়।
সম্প্রতি এক মহিলা এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, প্রথমবার যখন তিনি ৫০০ ইউয়ানের ঋণ নেন তার জন্য সংস্থার তরফে শুধুমাত্র ৩০ শতাংশ সুদ ধার্য করে দেওয়া হয়। ঋণ পেতে বা ঋণের টাকা ফেরত দিতে কোনও অসুবিধাই হয়নি। প্রথম নেওয়া ঋণের টাকা মিটিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার যখন ৫৫,০০০ ইউয়ানের ঋণ নিতে চান ওই মহিলা তখনই তার কাছে তাঁর নগ্ন ছবি ও পরিচয়পত্র চাওয়া হয়।
শুধু একজনকেই নয়, বিভিন্ন বয়সের বহু মহিলার কাছে ঋণের জন্য একই প্রস্তাব রাখা হয়েছিল। একটি সংবাদপত্রের সাংবাদিক স্টিং অপারেশন চালিয়ে এই ঘটনাটি সামনে আনে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এই বেআইনি কাজ বন্ধ করেছে ওই অনলাইন সংস্থা।
সুত্রঃ ওয়ান ইন্ডিয়া।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24
আজ্ঞে হ্যাঁ, চীনের একটি অনলাইন সংস্থার বিরুদ্ধে এমনই তথ্য সামনে এসেছে। বেজিংয়ের একটি বেসরকারি অনলাইন সংস্থা ঋণ দেওয়ার পরিবর্তে পরিচয়পত্রসহ মহিলা ঋণগ্রাহকের নগ্ন ছবি জমা রাখতে বলে। সময় মতো টাকা ফেরত দিতে না পারলে এই ছবি জনসাধারণের জন্য প্রকাশ করে দেওয়া হবে সে হুমকিও দেওয়া হয়।
সম্প্রতি এক মহিলা এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁর কথায়, প্রথমবার যখন তিনি ৫০০ ইউয়ানের ঋণ নেন তার জন্য সংস্থার তরফে শুধুমাত্র ৩০ শতাংশ সুদ ধার্য করে দেওয়া হয়। ঋণ পেতে বা ঋণের টাকা ফেরত দিতে কোনও অসুবিধাই হয়নি। প্রথম নেওয়া ঋণের টাকা মিটিয়ে দেওয়ার পর দ্বিতীয়বার যখন ৫৫,০০০ ইউয়ানের ঋণ নিতে চান ওই মহিলা তখনই তার কাছে তাঁর নগ্ন ছবি ও পরিচয়পত্র চাওয়া হয়।
শুধু একজনকেই নয়, বিভিন্ন বয়সের বহু মহিলার কাছে ঋণের জন্য একই প্রস্তাব রাখা হয়েছিল। একটি সংবাদপত্রের সাংবাদিক স্টিং অপারেশন চালিয়ে এই ঘটনাটি সামনে আনে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে এই বেআইনি কাজ বন্ধ করেছে ওই অনলাইন সংস্থা।
সুত্রঃ ওয়ান ইন্ডিয়া।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24