এতদিন সবাই জানতো ইন্টারনেটে যুক্ত থাকলে অর্থাৎ অনলাইনে থাকলেই কেবল হ্যাকের শিকার হবে ব্যবহারকারী। কিন্তু সম্প্রতি একদল গবেষক এই ধারণা সম্পুর্ন বদলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষকের তথ্য অনুযায়ী, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করলেই কম্পিউটার বা ফোন নিরাপদ হয়না। অফলাইনেও থাকলেও হ্যাকিং হতে পারে। কম্পিউটার থেকে বের হওয়া লো পাওয়ার ইলেকট্রনিক সিগনালের মাধ্যমে হ্যাকাররা কম্পিউটারে অনুপ্রবেশ করতে পারে।
গবেষকরা সিগনালটির নামকরণ করেছে ‘সাইড চ্যানেল সিগনাল’। কম্পিউটার ভিন্নতায় এই সিগনাল নির্গমনের মাত্রা ও সম্ভাবনা বিভিন্ন রকমের। এই চৌম্বকীয় সিগনাল কয়েক ফুট দূরে রাখা অ্যান্টেনা দিয়ে ধারণ করা সম্ভব। এই অ্যান্টেনা আকারে এতোই ছোট হতে পারে যে ব্রিফকেসের মধ্যেও লুকিয়ে রাখা সম্ভব।
গবেষকদের মতে, সাইড চ্যানেল সিগনাল ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে নির্গত তথ্যকে দুর্বল করে ঝুঁকি কমানো যেতে পারে। সিগনাল দুর্বল হলে হ্যাকাররা সহজে কম্পিউটার হ্যাক করতে পারবে না।