সকাল বেলায় সঠিক সময় উঠার জন্য আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন। কিন্তু এখন থেকে আর তার প্রয়োজন হবে না। এখন বিছানায় আপনাকে জাগিয়ে দেবে।
অ্যালার্ম বাজার পরও অনেক সময় সকালে ঘুম থেকে ওঠা আপনার জন্য দুষ্কর হয়ে পড়ে। কারণ অ্যালার্ম বাজার পর আপনি অনেক সময় অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন। যখন ওঠেন তখন সময় অনেক গড়িয়ে গেছে। অফিস বা নির্দিষ্ট কাজের বারোটা আপনার বেজে গেছে সে সময়ে!
এরকমটা রোজই কারও না কারও হয়ে থাকে। তবে েএবার আর তেমনটি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্ব এখন থেকে আর আপনার অ্যালার্ম দেওয়া ঘড়িটার থাকছে না, সে দায়িত্ব পাচ্ছে আপনার বিছানার!
এমন কথা শুনে অবাক হয়তো হচ্ছে? আরও অবাক হবেন যদি আপনি শোনেন এই বিছানা কিভাবে আপনার ঘুম ভাঙাবে তাহলে।
প্রকৌশলী কলিন ফুর্জে বানিয়েছেন এমন এক অভিনব ‘হাই ভোল্টেজ ইজেক্টর বেড’। রাত শেষ হয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে এই বিছানা আপনাকে ছূড়ে ফেলে দেবে নীচে! অ্যালার্মের মতো এখানে ‘স্নুজ’ করার কোনও সুযোগই আপনি পাবেন না। যে কারণে ঘুম ভেঙে উঠতে বাধ্য হবেন আপনি!