জুটি হিসেবে আপনারা একেবারে পারফেক্ট কিনা যে ১৫ টি লক্ষণে প্রকাশ পাবে

প্রতিটি মানুষই আলাদা ধরণের। প্রত্যেকেই নিজের মতো করে আলাদা ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। কিন্তু সম্পর্কে জড়ানো পর সকলেই চান তার সভালবাসার মানুষটি যেন তারই মতো হয়ে যান। বন্ধুদের মতো একই ধরণের মানসিকতা থাকলে দুজন দুজনকে বুঝতে অনেক সুবিধা হয়। আর সকলে এটিই চান। কিন্তু কীভাবে বুঝবেন আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক আসলেই সব বুঝে নেয়ার মতো কি না? অনেকে নিজেদের মধ্যকার সমঝোতা থেকেই বুঝে নিয়ে থাকেন তারা একেবারেই পারফেক্ট। কিন্তু যদি আপনারা দুজনেই আবেগ প্রকাশে একটু কম পারদর্শী হয়ে থাকেন তাহলে নিজেদের ভেতরের এই লক্ষণগুলো দেখে বুঝে নিন আপনারা একেবারে পারফেক্ট কিনা।
১) আপনারা একে অপরের খারাপ দিকটা আড়ালে ঢেকে তার ভালো দিকটা সামনে আনতে নিজের সাধ্যের চাইতেও বেশী করেন।
২) আপনারা বাধ্য হয়ে নন মন থেকে একে অপরের জন্য নিজের ১০০% এর চাইতেও বেশী করার চেষ্টা করেন এবং সবসময়ে সঙ্গীর কাজের প্রশংসা করেন।
৩) আপনাদের মধ্যে কোনো ছলনা নেই, কোনো অভিনয় নেই। আপনারা খুবই স্বাভাবিক আচরণ করেন যখন নিজেরা একসাথে থাকেন, একেবারে বন্ধুদের মতো।
৪) শুধুমাত্র ক্রসাথে থাকাটাই আপনাদের দুজনের খুশির মূল কারণ হয়ে দাঁড়ায়। তিনি আপনার জন্য কি করলেন, আপনি তার জন্য কি করেছেন এইসব আপনাদের মধ্যে কখনোই আসবে না।
৫) আপনাদের দুজনের সব কিছুতে মিল না থাকলেও, কিছু মূল আদর্শে অনেক ভালো মিল রয়েছে।
৬) আপনারা একই ধরণের পছন্দ অপছন্দ থাকার পাশপাশি সঙ্গীর ভিন্ন পছন্দটাকেও গুরুত্বের চোখে দেখতে পারেন।
৭) আপনাদের ভিন্নমত নিয়ে আপনাদের মধ্যে খুব বেশী ঝগড়া বা তর্ক হয় না, বরং ভিন্নমত নিয়েই আপনারা সম্মানের সাথে পাশাপাশি চলতে পারেন।
৮) আপনাদের একে অপরকে খুশি করার জন্য কিছুই করতে হয় না, বরং একে অপরের মুখের হাসি দেখলেই মন ভালো হয়ে যায় নিমেষেই।
৯) আপনারা একে অপরকে বিনা শর্তে ভালোবাসেন।
১০) আপনাদের মধ্যে বিশ্বস্ততার বন্ধন এতো বেশী মজবুত যে কোনো সন্দেহের স্থান আপনাদের সম্পর্কে আসতে পারে না।
১১) আপনারা একে অপরকে কখনো নিয়ন্ত্রণ করতে চান না, বরং সঠিক বিষয়ে দুজনেই একই মতামত দিয়ে থাকেন এবং সঙ্গীর মতটাই মেনে নেন বিনা দ্বিধায়।
১২) আপনারা দুজনেই নিজেদের ভবিষ্যতের সাথে একে অপরকে দেখতে প্যান।
১৩) আপনাদের দুজনেই দুজনের পরিবার ও বন্ধুবান্ধবের সাথে খুব ভালো মিলে মিশে যেতে পারেন।
১৪) দুজনের ছোট থেকে বড় সকল বিষয়ই আপনারা পছন্দ করেন এবং এতাকেই ভালোবেসে পাশাপাশি থাকেন।
১৫) আপনারা একে অপরকে সত্যিই অনেক ভালো বোঝেন। মুখে না বললেও একে অপরের মনে কথা বুঝে ফেলতে পারেন।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »