নখ সুন্দর ও আকর্ষণীয় রাখার উপায়

নখ সুন্দর ও আকর্ষণীয় রাখতে চাই নখের বিশেষ যত্ন। জেনে নিন নখ সুন্দর ও আকর্ষণীয় রাখার উপায়।
যেসব সরঞ্জাম প্রয়োজন –
যত্ন নেওয়া বিশেষ প্রয়োজন। ঝামা-পাথর ফ্রুটস্ক্রাব, ময়েশ্চারাইজার, টোনার, ব্রাশ, নেইল শাইনার, অরেঞ্জ স্টকি, টো-নেইল নিপার,নেইল কাটার, গোলাপজল ইত্যাদি।
যে ভাবে যত্ন নেবেন –
প্রথমে প্লাস্টিকের গামলায় কুসুম গরম পানি নিয়ে তাতে এক মিনি প্যাকেট শ্যাম্পু গুলিয়ে নিন। এর পর কয়েক ফোটা গোলাপজল দিয়ে তার মধ্যে হাত ও পা ভিজিয়ে রাখুন। এরপর কিউটিক্যল দিয়ে নখের চারপাশের চামড়া পরিস্কার করুন। নখের ভেতরের ময়লা পরিস্কার করুন অরেঞ্জ স্কটি দিয়ে। নখের চারপাশে মরা চামরা থাকলে তা টো-নেইল-নিপার দিয়ে সাবধানে কেটে ফেলুন। আবার পানির ভেতর হাত ও পা ডুবিয়ে রেখে কিছুক্ষণ পর তুলে ফেলে তোয়ালে দিয়ে ভালো ভাবে মুছে ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করুন।
নখের যত্নের কিছু টিপসঃ
১. ছোট করে নখ কাটুন, এতে ময়লা জমবেনা
২. ম্যানিকিউর করার আগে হাতে যদি তেল জাতীয় কোন পদার্থ থাকে তা ভালোভাবে ধুয়ে ফেলুন
৩. নখের শুষ্কতা কমাতে এবং নখ ভেঙ্গে যাওয়া রোধ করতে নখে ক্যাস্টারা অয়েল বা অলিভ আয়েল ম্যাসেজ করতে পারেন
৪. নখ সব সময় শুকনা রাখুন, তাতেকরে ব্যাক্টেরিয়া কম জন্মাবে
আশাকরি উপরের টিপস গুলি আপনাদের কাজে লাগবে। সৌন্দর্য বিষয়ক যে কোন প্রশ্ন করতে আমাদের যে কোন পোষ্টে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করবো।
রূপচর্চা, রান্না-বান্না, স্বাস্থ্য-সেবা সহ মেয়েদের সকল বিষয়ে নিয়মিত টিপস পেতে সাজঘরের সাথেই থাকুন।
ভালো লাগলে অবশ্যই লাইক,শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। ঘুরে আসতে পারেন। www.facebook.fom/sobkichu24 www.free.facebook.com/sobkichu24

Share this

Related Posts

Previous
Next Post »